রবিবার ● ৫ অক্টোবর ২০২৫

গৌরনদীতে বিশ্ব শিক্ষক দিবস উদযাপন ও বিদায় সংবর্ধনা

হোম পেজ » বরিশাল » গৌরনদীতে বিশ্ব শিক্ষক দিবস উদযাপন ও বিদায় সংবর্ধনা
রবিবার ● ৫ অক্টোবর ২০২৫


গৌরনদীতে বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষকের বিদায় সংবর্ধনা

সাগরকন্যা প্রতিবেদক, গৌরনদী (বরিশাল)

বিশ্ব শিক্ষক দিবস ২০২৫ উদযাপন উপলক্ষে গৌরনদীর গাউছিয়া আবেদিয়া সুন্নীয়া আলিম মাদ্রাসায় বর্ণাঢ্য মতবিনিময় সভা, দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।

রবিবার দুপুরে মাদ্রাসার শিক্ষক, কর্মচারী ও ছাত্র-ছাত্রীদের উপস্থিতিতে মাদ্রাসার অধ্যক্ষ আলহাজ্ব আব্দুর রব সিকদারের সভাপতিত্বে মতবিনিময় সভা হয়। প্রধান অতিথি ছিলেন গৌরনদী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. আব্দুল জলিল। বিশেষ অতিথি ছিলেন গৌরনদী উপজেলা একাডেমি সুপারভাইজার বাবু গৌরাঙ্গ প্রসাদ গাইন, ইল্লা দাখিল মাদ্রাসার সুপার মো. সিদ্দিকুর রহমান ও সহ-সুপার জসীম উদ্দিন।

অন্যান্য উপস্থিত ছিলেন মাদ্রাসা ম্যানেজিং কমিটির সভাপতি কেএম শাহআলম কবিরাজ, সমাজসেবক ও প্রবীন রাজনীতিবিদ আলহাজ্ব আবুল হোসেন মিঞা, সিনিয়র সাংবাদিক মো. গিয়াসউদ্দিন মিয়া, সৈয়দ নকিবুল হক, কাজী রনি, মেহেদী হাসান, মাসুদ সরদার ও রাজীব হোসেন তারিম।

একই দিন শারীরিক শিক্ষা বিষয়ক শিক্ষক মো. মোফাচ্ছেল হোসেন মিয়ার বিদায় সংবর্ধনা প্রদান করা হয়। মাদ্রাসার ম্যানেজিং কমিটি, শিক্ষক ও ছাত্র-ছাত্রীদের পক্ষ থেকে তাকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। তিনি ১৯৯৬ সালের ২৮ নভেম্বর যোগদান করে ২০২৫ সালের ৩ আগস্ট পর্যন্ত ২৯ বছর দায়িত্ব পালন করেছেন।

সবশেষে মানবজীবনে শিক্ষার গুরুত্ব সম্পর্কে দিকনির্দেশনা মূলক বক্তব্য ও মাদ্রাসার প্রতিষ্ঠাতা মরহুম মাওলানা মো. মিজানুর রহমানের রুহের মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে অনুষ্ঠান শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়।

বাংলাদেশ সময়: ১৭:০১:১১ ● ১২১ বার পঠিত