রবিবার ● ৫ অক্টোবর ২০২৫

কলাপাড়ায় স্বাস্থ্য সহকারীদের কর্মবিরতিতে ভোগান্তি শিশু রোগীর স্বজনদের

হোম পেজ » পটুয়াখালী » কলাপাড়ায় স্বাস্থ্য সহকারীদের কর্মবিরতিতে ভোগান্তি শিশু রোগীর স্বজনদের
রবিবার ● ৫ অক্টোবর ২০২৫


কলাপাড়ায় স্বাস্থ্য সহকারীদের কর্মবিরতিতে ভোগান্তি শিশু রোগীর স্বজনদের

সাগরকন্যা প্রতিবেদক, কলাপাড়া (পটুয়াখালী)

৬ দফা দাবিতে সারাদেশের মতো পটুয়াখালীর কলাপাড়ায়ও কর্মবিরতি পালন করছে স্বাস্থ্য সহকারীরা। রবিবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে ব্যানার ও ফেস্টুন হাতে কর্মসূচি পালন করেন তারা।

গত ১ অক্টোবর থেকে শুরু হওয়া এই কর্মবিরতির কারণে বন্ধ রয়েছে শিশুদের রুটিন ইপিআই টিকাদান কার্যক্রম। এতে ভোগান্তিতে পড়েছে গ্রামের শিশু রোগীদের স্বজনরা।

কর্মবিরতিতে বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশনের কলাপাড়া শাখার সভাপতি জাহিদুল ইসলাম, সদস্য জুলিয়া নাসরিন ও মনিরা সুলতানা বক্তব্য রাখেন।

বক্তারা নিয়োগবিধি সংশোধন, শিক্ষাগত যোগ্যতায় স্নাতক (বিজ্ঞান) সংযোজন, ১৪তম গ্রেড প্রদান, ইন সার্ভিস ডিপ্লোমা প্রশিক্ষণের মাধ্যমে ১১তম গ্রেডে উন্নীতকরণ, টেকনিক্যাল পদমর্যাদা দেওয়া এবং পদোন্নতির ক্ষেত্রে ধারাবাহিকভাবে উচ্চতর গ্রেড প্রদানের দাবি জানান।

তারা জানান, দাবি পূরণ না হওয়া পর্যন্ত কেন্দ্রীয় কমিটির ডাকা অনির্দিষ্টকালের কর্মবিরতি অব্যাহত থাকবে।

বাংলাদেশ সময়: ১৪:৪৪:১১ ● ২৬৯ বার পঠিত