শুক্রবার ● ৩ অক্টোবর ২০২৫
তালতলীতে শিশুকে নদীতে ফেলে হত্যার অভিযোগে মায়ের বিচার দাবি
হোম পেজ » বরগুনা » তালতলীতে শিশুকে নদীতে ফেলে হত্যার অভিযোগে মায়ের বিচার দাবি
সাগরকন্যা প্রতিবেদক, আমতলী (বরগুনা)
বরগুনার তালতলীতে তিন বছরের শিশু শাহাদাত হোসেনকে নদীতে ফেলে হত্যার অভিযোগে তার মায়ের বিচার দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। শুক্রবার (৩ অক্টোবর) দুপুরে নিশানবাড়িয়া ইউনিয়নের বড় অংকুজানপাড়া আশ্রয়ন প্রকল্প এলাকায় এই মানববন্ধন হয়। এতে দুই শতাধিক নারী-পুরুষ অংশ নেন।
জানা গেছে, চার বছর আগে তালতলীর শানু হাওলাদারের ছেলে শাহিনের সঙ্গে ছোটবগী ইউনিয়নের পিকে এলাকার মনির খন্দকারের মেয়ে মার্জিয়া আক্তারের বিয়ে হয়। তাঁদের সংসারে জন্ম নেয় একমাত্র ছেলে শাহাদাত। স্বামীর অভিযোগ, মার্জিয়া পরকীয়ায় জড়িয়ে পড়ায় সংসারে কলহ শুরু হয়।
গত সোমবার (২৯ সেপ্টেম্বর) রাতে মার্জিয়া শিশু শাহাদাতকে নিয়ে ঘর থেকে বের হয়ে নিখোঁজ হন। পরদিন সকালে পায়রা নদীতে ভেসে ওঠে শিশুটির মরদেহ। শাহিন অভিযোগ করেন, স্ত্রী ইচ্ছাকৃতভাবে সন্তানকে হত্যা করে প্রেমিকের সঙ্গে পালিয়েছে। তিনি থানায় মামলা করতে গেলেও পুলিশ নেয়নি।
এ ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে স্থানীয়রা প্রশ্ন তুলেছেন। তারা শিশুর হত্যার বিচার দাবি করেছেন। তবে মার্জিয়া এখনো নিখোঁজ। তার বাবা মনির খন্দকার থানায় সাধারণ ডায়েরি করেছেন।
তালতলী থানার ওসি মো. শাহজালাল বলেন, শিশুর শরীরে আঘাতের চিহ্ন মেলেনি। ময়নাতদন্ত শেষে বিস্তারিত জানা যাবে। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে এবং মার্জিয়ার নিখোঁজ থাকার বিষয়ে সাধারণ ডায়েরি করা হয়েছে। তার সন্ধান পেলে মৃত্যুর রহস্য উন্মোচন হবে।
বাংলাদেশ সময়: ১৯:৪১:১২ ● ১৬৭ বার পঠিত
