বৃহস্পতিবার ● ২ অক্টোবর ২০২৫

৫৩ বছরের অনন্য নিদর্শন গৌরনদীতে প্রার্থনার সুরে মিলছে সম্প্রীতির বার্তা

হোম পেজ » বরিশাল » ৫৩ বছরের অনন্য নিদর্শন গৌরনদীতে প্রার্থনার সুরে মিলছে সম্প্রীতির বার্তা
বৃহস্পতিবার ● ২ অক্টোবর ২০২৫


 

বাম পাশে মসজিদ ও ডান পাশে মন্দিরে প্রবেশের গেইট, ৫৩ বছর ধরেই রয়েছে এমন অনন্য নিদর্শন

সাগরকন্যা প্রতিবেদক, গৌরনদী (বরিশাল)

বরিশালের গৌরনদী উপজেলার সরিকল ইউনিয়নের আধুনা গ্রামের শেনেরহাট বাজারে একই মাঠে পাশাপাশি অবস্থান করছে মসজিদ ও মন্দির। ৫৩ বছর ধরে মুসলিম ও হিন্দু ধর্মাবলম্বীরা এখানে শান্তিপূর্ণ সহাবস্থানে নিজ নিজ ধর্ম পালন করছেন।

মাত্র ১০ ফুট দূরত্বে অবস্থিত শেনেরহাট বাজার জামে মসজিদ ও সার্বজনীন দুর্গা মন্দিরে একপাশে মুসল্লিরা নামাজ আদায় করছেন, অন্যপাশে পূজারি ও ভক্তরা পূজা-অর্চনায় মগ্ন। আজান শুরু হলে পূজারীরা ঢাক-ঢোলের শব্দ বন্ধ করে নীরবতা বজায় রাখেন, নামাজ শেষে আবার শুরু হয় পূজা।

মন্দিরের পূজারি স্বপন ভট্টাচার্য্য বলেন, আজান শুরু হলেই আমরা বিরতি দিই, নামাজ শেষে আবার কার্যক্রম শুরু করি। এই ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক দীর্ঘদিনের, এখানে কেউ কারো জন্য কখনো বিরক্তির কারণ হননি।

স্থানীয় বাসিন্দা মাকসুদ মৃধা জানান, প্রজন্ম থেকে প্রজন্ম ধরে এখানে সবাই মিলেমিশে ধর্মীয় আচার পালন করছে। হিন্দু প্রতিবেশীরা ঈদ ও বিয়ের অনুষ্ঠানে অংশ নেন, মুসলিমরাও পূজা দেখতে যান।

মন্দির কমিটির সভাপতি শংকর চন্দ্র দাস জানান, ১৯৭২ সালে মন্দির স্থাপনের পর একই মাঠে জামে মসজিদ নির্মাণ করা হয়। এত কাছাকাছি অবস্থান করেও দুই সম্প্রদায়ের মধ্যে কখনো বিরোধ হয়নি।

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মন্দির পরিদর্শনে এসে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ইঞ্জিনিয়ার আবদুস সোবহান সম্প্রীতির এই দৃশ্যে মুগ্ধ হন। তিনি বলেন, আগামী নির্বাচনে বিএনপি ক্ষমতায় এলে এবং তাকে মনোনয়ন দেওয়া হলে এই মসজিদ ও মন্দিরের উন্নয়নে ব্যক্তিগত অর্থায়নে সবকিছু করবেন।

জামে মসজিদের ইমাম মাওলানা কামরুল ইসলাম বলেন, ধর্ম নিয়ে এখানে কোনো বিরোধ নেই। আজানের সময় পূজারীরা ঢাক-ঢোল বন্ধ রাখেন এবং নামাজ শেষে আবার শুরু করেন।

গৌরনদীর নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইব্রাহীম বলেন, একই স্থানে মসজিদ ও মন্দিরের এই সহাবস্থান আমাদের সাম্প্রদায়িক সম্প্রীতির এক অনন্য উদাহরণ। এমন সমাজব্যবস্থাই আমরা চাই, যেখানে সব ধর্ম-বর্ণের মানুষ মিলেমিশে বসবাস করবে।

বাংলাদেশ সময়: ১৮:৫৯:১২ ● ৭০ বার পঠিত