
মঙ্গলবার ● ৩০ সেপ্টেম্বর ২০২৫
সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে নেছারাবাদে মানববন্ধন
হোম পেজ » গণমাধ্যম » সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে নেছারাবাদে মানববন্ধনসাগরকন্যা প্রতিবেদক, নেছারাবাদ (পিরোজপুর)
এশিয়ান টিভির পিরোজপুর জেলা প্রতিনিধি মো. মুহিদুল ইসলাম মুহিদের ওপর হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে নেছারাবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) বিকেলে উপজেলা পরিষদের সামনে নেছারাবাদ-পিরোজপুর সড়কে স্থানীয় সাংবাদিক সমাজের ব্যানারে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এ সময় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক, রাজনৈতিক নেতাকর্মী ও সাধারণ মানুষ মানববন্ধনে অংশ নেন। বক্তারা বলেন, সাংবাদিকদের ওপর হামলা গণমাধ্যমের স্বাধীনতার ওপর আঘাত। এ ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।
সাংবাদিক সমাজ প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে হামলাকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান এবং আহত সাংবাদিক মুহিদুল ইসলাম মুহিদের প্রতি সংহতি প্রকাশ করেন।
প্রসঙ্গত, গত ২৭ সেপ্টেম্বর সন্ধ্যায় সংবাদ সংগ্রহের জের ধরে সাংবাদিক মুহিদুল ইসলাম মুহিদ উপজেলার পৌর শহরের জগন্নাথকাঠী বন্দরের আছিয়া ফার্মেসির সামনে হামলার শিকার হন। ব্যবসায়িক কাজ শেষে মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে কিছু লোক তার ওপর হামলা চালায়। এতে তিনি আহত হয়ে প্রথমে নেছারাবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নেন।
ঘটনার পর হামলার শিকার ওই সাংবাদিক বাদী হয়ে নেছারাবাদ থানায় সাতজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা ২০ থেকে ৩০ জনকে আসামি করে মামলা দায়ের করেছেন।
বাংলাদেশ সময়: ২১:২৮:৩৫ ● ২৩৮ বার পঠিত