মঙ্গলবার ● ৩০ সেপ্টেম্বর ২০২৫

সমঝোতা অনুযায়ী শ্রমিকের বকেয়া পরিশোধ করবে নাসা গ্রুপ-শ্রম সচিব

হোম পেজ » জাতীয় » সমঝোতা অনুযায়ী শ্রমিকের বকেয়া পরিশোধ করবে নাসা গ্রুপ-শ্রম সচিব
মঙ্গলবার ● ৩০ সেপ্টেম্বর ২০২৫


সমঝোতা অনুযায়ী শ্রমিকের বকেয়া পরিশোধ করবে নাসা গ্রুপ: শ্রম সচিব

সাগরকন্যা প্রতিবেদক, ঢাকা

 

নাসা গ্রুপের কারখানাসমূহের শ্রমিকদের বকেয়া পাওনা সমঝোতা চুক্তি অনুযায়ী পরিশোধ করবে বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব ড. মো. সানোয়ার জাহান ভুঁইয়া।

মঙ্গলবার সকালে বাংলাদেশ সচিবালয়ে শ্রম মন্ত্রণালয়ের সভাকক্ষে শ্রমিকদের অসন্তোষ নিরসনে আয়োজিত বৈঠকে তিনি এ কথা জানান। সভায় বিজিএমইএ, বিকেএমইএ, শ্রমিক, মালিক, বিভিন্ন ব্যাংক ও নাসা গ্রুপের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সভায় সিদ্ধান্ত হয়, নাসা গ্রুপ দ্রুত ফান্ড সংগ্রহ করে শ্রমিক-কর্মচারীদের বকেয়া বেতন ও পাওনা অনলাইন পেমেন্টের (বিকাশ, নগদ, রকেট, ডাচ-বাংলা ব্যাংক) মাধ্যমে পরিশোধ করবে। যাদের অ্যাকাউন্ট নেই তাদের ১০ অক্টোবরের মধ্যে অ্যাকাউন্ট খুলতে হবে।

একইসাথে নাসা গ্রুপের এক্সিম ব্যাংকে জমা প্রায় ২৪ কোটি টাকা ছাড়করণের জন্য বাংলাদেশ ব্যাংক উদ্যোগ নেবে। ইসলামি ব্যাংক ও সাউথ বাংলা ব্যাংকের বিভিন্ন অ্যাকাউন্ট থেকেও অর্থ ছাড়ের ব্যবস্থা করে শ্রমিকদের পাওনা পরিশোধ করতে হবে।

সভায় আরও সিদ্ধান্ত হয়, কারান্তরীণ চেয়ারম্যান মো. নজরুল ইসলাম মজুমদারের কাছ থেকে পাওয়ার অব অ্যাটর্নি স্বাক্ষরের সময় বিচারিক বা নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতি নিশ্চিত করতে হবে। পাশাপাশি সমঝোতা চুক্তি অনুযায়ী শ্রমিকদের উদ্দেশ্যে ভিডিও বার্তা প্রচার করবেন তিনি।

সভায় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয়, আর্থিক প্রতিষ্ঠান বিভাগ, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর, শ্রম অধিদপ্তর, দুদক, বাংলাদেশ ব্যাংক, আইনশৃঙ্খলা বাহিনী, সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনসহ সংশ্লিষ্ট বিভিন্ন ব্যাংক ও সংগঠনের প্রতিনিধি উপস্থিত ছিলেন।


প্রেসনোট/এমআর

বাংলাদেশ সময়: ১৭:৫৩:১২ ● ১৮৬ বার পঠিত