সোমবার ● ২৯ সেপ্টেম্বর ২০২৫

দেশ রক্ষায় পিআর পদ্ধতিতে নির্বাচন জরুরি-শায়েখে চরমোনাই

হোম পেজ » পিরোজপুর » দেশ রক্ষায় পিআর পদ্ধতিতে নির্বাচন জরুরি-শায়েখে চরমোনাই
সোমবার ● ২৯ সেপ্টেম্বর ২০২৫


দেশ রক্ষায় পিআর পদ্ধতিতে নির্বাচন জরুরি-শায়েখে চরমোনাই

সাগরকন্যা প্রতিবেদক, পিরোজপুর

ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েব আমীর মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম (শায়েখে চরমোনাই) বলেছেন, গত বছর ছাত্র আন্দোলনের সময় বহু শিক্ষার্থী প্রাণ হারিয়েছে, পঙ্গু হয়েছে ও চোখ হারিয়েছে একটি সুন্দর দেশ গড়ার স্বপ্নে। কিন্তু প্রচলিত নির্বাচন পদ্ধতি কালো টাকার দৌরাত্ম্য, পেশিশক্তির প্রভাব ও ভোট জালিয়াতিকে প্রশ্রয় দেয়, যা দেশের সম্পদ পাচার ও চাঁদাবাজির জন্ম দেয়। তাই এই পদ্ধতি আর চলতে দেওয়া যাবে না।

তিনি বলেন, পিআর পদ্ধতি চালু হলে দেশে একটি সুষম ও ভারসাম্যপূর্ণ সংসদ গঠিত হবে। বিশ্বের ৯১টি দেশে এ পদ্ধতি চালু রয়েছে এবং কোনো দেশই এটি বাতিল করেনি; বরং নতুন নতুন দেশও এই পদ্ধতির দিকে ঝুঁকছে।

সোমবার (২৯ সেপ্টেম্বর) বিকেল ৩টায় পিরোজপুর কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে ইসলামী আন্দোলন বাংলাদেশ পিরোজপুর জেলা শাখার উদ্যোগে আয়োজিত গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

‘পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচন আয়োজন, প্রয়োজনীয় রাষ্ট্র সংস্কার, জুলাই সনদের আইনি ভিত্তি প্রদান এবং অপরাধী ও খুনিদের দৃশ্যমান বিচারের দাবিতে’ এ গণসমাবেশ অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, পিরোজপুর-২ আসনের প্রার্থী মাওলানা মো. আবুল কালাম আজাদ, পিরোজপুর জেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা তাফাজ্জল হোসাইন ফরিদ, জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মো. জহিরুল হক, জেলা ইসলামী আন্দোলনের সাধারণ সম্পাদক মোহাম্মদ মনিরুল হাসান, সিনিয়র সহ-সভাপতি নজরুল আহসান, ইসলামী যুব আন্দোলনের সভাপতি মুহাম্মাদ সাইদুল ইসলাম, জাতীয় ওলামা মাশায়েখ ও আইম্মা পরিষদের সভাপতি মাওলানা রফিকুল ইসলাম এবং ইসলামী ছাত্র আন্দোলনের সভাপতি মুহাম্মাদ তরিকুল ইসলাম।

আরএইচএম/এমআর

বাংলাদেশ সময়: ২০:২২:৪৩ ● ১৪৩ বার পঠিত