
সোমবার ● ২৯ সেপ্টেম্বর ২০২৫
সংখ্যালঘুদের অভিযোগের জবাবে বিএনপি পরিবারের সংবাদ সম্মেলন কলাপাড়ায়
হোম পেজ » পটুয়াখালী » সংখ্যালঘুদের অভিযোগের জবাবে বিএনপি পরিবারের সংবাদ সম্মেলন কলাপাড়ায়সাগরকন্যা প্রতিবেদক, কলাপাড়া (পটুয়াখালী)
সংখ্যালঘু পরিবারের সংবাদ সম্মেলনের একদিন পর অভিযোগ খণ্ডাতে এবার বিএনপি সমর্থিত পরিবারটি সংবাদ সম্মেলন করল কলাপাড়ায়। বিরোধীয় জমিতে অনধিকার প্রতিষ্ঠার উদ্দেশ্যে সংখ্যালঘু পরিবারের পক্ষ এর একদিন আগে করা সংবাদ সম্মেলন থেকে মিথ্যা অভিযোগ আনা হয়েছে বলেও দাবি করেছে কলাপাড়ায় বিএনপি সমর্থিত সেই মৃধা পরিবারটি। সোমবার দুপুরে কলাপাড়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে তারা আরও বলেন, রাজনৈতিকভাবে হেয়প্রতিপন্ন ও সামাজিকভাবে ক্ষতিগ্রস্ত করতেই তাদের বিরুদ্ধে অপপ্রচার ও ষড়যন্ত্র চালানো হচ্ছে।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন নীলগঞ্জ ইউনিয়ন বিএনপির সাবেক সহ-সভাপতি আলহাজ্ব মো. ফজলুল হক মৃধা। তিনি অভিযোগ করেন, ২৮ সেপ্টেম্বর নিখিল কর্মকার তাদের পরিবারের সদস্যদের জড়িয়ে সংবাদ সম্মেলনে মিথ্যা তথ্য দিয়েছেন এবং জি.আর ২১৯/২৫ ডাকাতি মামলায় ফাঁসানোর অপচেষ্টা করছেন।
তিনি জানান, সোনাতলা মৌজার এস.এ খতিয়ান নং ৪০৮ ও বি.এস ১১৬৩ খতিয়ানের জমি বৈধভাবে ক্রয় করে তারা মালিক হয়েছেন এবং ২৯ জানুয়ারি ২০২৫ তারিখে দেওয়ানী মামলায় ডিক্রি পেয়েছেন। সেই জমিতে তাদের ১২টি দোকানঘর রয়েছে এবং তারা দখলেও আছেন। কিন্তু নিখিল কর্মকার ও তার স্বজনেরা ইতিমধ্যে বিক্রি হওয়া জমি ২০২৪ সালের ফেব্রুয়ারিতে পাওয়ার দাবি করে জাল দলিলের মাধ্যমে মামলা করে ব্যর্থ হয়েছেন।
সংবাদ সম্মেলনে আরও বলা হয়, স্থানীয় আওয়ামী লীগ অনুসারীরা প্রভাব খাটিয়ে মিথ্যা মামলা ও হামলার মাধ্যমে হয়রানি করছে। গত ৪ আগস্ট সন্ত্রাসীরা দেশীয় অস্ত্র নিয়ে তাদের ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা চালায় এবং সিসিটিভি ক্যামেরা ভেঙে ফেলে। তারা এখন গা ঢাকা দিয়েছে।
ফজলুল হক মৃধা বলেন, আমাদের রাজনৈতিক ও সামাজিক সুনাম নষ্ট করার উদ্দেশ্যে মিথ্যা অপপ্রচার চালানো হচ্ছে। আমরা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতা চাই।
বাংলাদেশ সময়: ১৮:৪৪:২৭ ● ২৭৩ বার পঠিত