রবিবার ● ২৮ সেপ্টেম্বর ২০২৫

গৌরনদীতে প্রকাশ্যে অস্ত্র ঠেকিয়ে ছিনতাইচেষ্টায় জনতার হাতে আটক

হোম পেজ » বরিশাল » গৌরনদীতে প্রকাশ্যে অস্ত্র ঠেকিয়ে ছিনতাইচেষ্টায় জনতার হাতে আটক
রবিবার ● ২৮ সেপ্টেম্বর ২০২৫


গৌরনদীতে প্রকাশ্যে অস্ত্র ঠেকিয়ে ছিনতাইচেষ্টায় জনতার হাতে আটক

সাগরকন্যা প্রতিবেদক, গৌরনদী (বরিশাল)

বরিশালের গৌরনদী উপজেলার আশোকাঠি কাঁচা বাজার এলাকায় দিনের বেলায় অস্ত্র ঠেকিয়ে ছিনতাইয়ের চেষ্টা চালানোর সময় এক ব্যক্তিকে জনতা আটক করেছে। শনিবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র জানায়, সকালে এক ব্যক্তি জুয়েল সরদারের বিকাশ ও কনফেকশনারির দোকানে এসে একটি নাম্বারে ১০ হাজার ২০০ টাকা পাঠানোর কথা বলেন। টাকা পাঠানোর আগে নগদ অর্থ চাইলে ওই ব্যক্তি ব্যাগ থেকে অস্ত্র বের করে দোকানদারের কোমরে ঠেকিয়ে হুমকি দেয়- টাকা না দিলে গুলি করবে।

জুয়েল সরদার চিৎকার দিলে পার্শ্ববর্তী দোকানদাররা ছুটে এসে ছিনতাইকারীকে ধরে ফেলেন। পরে স্থানীয়রা তাকে প্রাথমিকভাবে মারধর করেন।

খবর পেয়ে গৌরনদী মডেল থানা পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। পুলিশ পরে আটক ব্যক্তিকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।

গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তরিকুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে আটক ব্যক্তির নাম-পরিচয় জানা যায়নি। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

বাংলাদেশ সময়: ১৪:৩২:২০ ● ১৫৪ বার পঠিত