শনিবার ● ২৭ সেপ্টেম্বর ২০২৫

চাঁপাইনবাবগঞ্জ সদর থানা দালালমুক্ত, ওসির কক্ষে ঢুকছেন সাধারণ মানুষ

হোম পেজ » রাজশাহী » চাঁপাইনবাবগঞ্জ সদর থানা দালালমুক্ত, ওসির কক্ষে ঢুকছেন সাধারণ মানুষ
শনিবার ● ২৭ সেপ্টেম্বর ২০২৫


 \চাঁপাইনবাবগঞ্জ সদর থানা দালালমুক্ত, ওসির কক্ষে ঢুকছেন সাধারণ মানুষ

সাগরকন্যা প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানাকে দালালমুক্ত করে জনবান্ধব সেবা নিশ্চিত করেছেন থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মতিউর রহমান। এখন সাধারণ মানুষ অনুমতি ছাড়াই সরাসরি তার কক্ষে ঢুকে অভিযোগ জানাতে ও সহায়তা নিতে পারছেন।

২০২৫ সালের ২৭ ফেব্রুয়ারি ওসি হিসেবে যোগদানের পর থেকেই মতিউর রহমান থানার চিত্র পাল্টে দিয়েছেন। গত সাত মাসে তিনি আইনশৃঙ্খলা রক্ষা ছাড়াও নিয়েছেন ভিন্নধর্মী নানা উদ্যোগ। এর মধ্যে রয়েছে- ৩০টি চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার, স্বর্ণ অলংকার ও গরু উদ্ধার, মাদক উদ্ধার অভিযান, অনলাইনে জুয়া বন্ধে পদক্ষেপ, বাল্যবিবাহ রোধে সচেতনতামূলক কার্যক্রম এবং সাইবার ক্রাইমে জড়ানো কিশোরদের পুনর্বাসনের উদ্যোগ। এছাড়া এলাকায় সিসি ক্যামেরা মনিটরিং ও অভিযোগের দ্রুত নিষ্পত্তির ব্যবস্থাও করেছেন তিনি।

থানায় সেবাগ্রহীতাদের দুর্ভোগ কমাতে তার এই উদ্যোগ প্রশংসা কুড়িয়েছে। স্থানীয় বাসিন্দা মাহবুবা বলেন, থানায় এসে ওসির কক্ষে ঢুকে কথা বলেছি। তাকে স্যার বললে তিনি বলেন, স্যার নয়, ভাই বলুন। বিষয়টি আমার ভালো লেগেছে।

বারঘরিয়া ইউনিয়নের আতিক বলেন, ওসি নিজেই ভাই বলে ডেকে নিয়ে জিডি করতে সহায়তা করেছেন। এমন অফিসারই প্রয়োজন। পৌর এলাকার বাতেন বলেন, ওসি মতিউর রহমান প্রজাতন্ত্রের কর্মচারী হয়েও নিজেকে সাধারণ মানুষের সেবায় নিয়োজিত করেছেন। তিনি অভিযোগ শুনে সত্যতা যাচাই করে আইনি সহায়তা দিচ্ছেন।

স্থানীয়দের মতে, একসময় থানায় দালালদের দৌরাত্ম্য ছিল চোখে পড়ার মতো। ওসি মতিউর রহমান যোগদানের পর এখন থানা সম্পূর্ণ দালালমুক্ত। এতে তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক পরিচিতি পেয়েছেন।

ওসি মতিউর রহমান বলেন, আমার কক্ষে প্রবেশে কোনো অনুমতি বা স্যার সম্বোধনের প্রয়োজন নেই। পুলিশ জনগণের বন্ধু। ভয়-ভীতি দূর করে বন্ধুত্বপূর্ণ আচরণের মাধ্যমে প্রকৃত পুলিশিং সেবা জনগণের কাছে পৌঁছে দিতে আমরা কাজ করছি।

বাংলাদেশ সময়: ১৩:৫৮:১০ ● ১৪৬ বার পঠিত