
শুক্রবার ● ২৬ সেপ্টেম্বর ২০২৫
জামায়াতের দাবি-প্রতীক জটিলতায় নির্বাচন প্রভাবিত নয়-চাঁপাইনবাবগঞ্জে ইসি
হোম পেজ » রাজশাহী » জামায়াতের দাবি-প্রতীক জটিলতায় নির্বাচন প্রভাবিত নয়-চাঁপাইনবাবগঞ্জে ইসিসাগরকন্যা প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ
নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার বলেছেন, জামায়াতের পিআর (প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন) পদ্ধতির দাবি ও এনসিপির প্রতীক জটিলতা জাতীয় সংসদ নির্বাচন আয়োজনে কোনো প্রভাব ফেলবে না। তিনি জানান, নির্বাচন কমিশন একটি সাংবিধানিক প্রতিষ্ঠান; আইন অনুযায়ী দায়িত্ব পালন করছে এবং ভবিষ্যতেও করবে।
শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সকালে শহীদ সাটু হল অডিটোরিয়ামে ভোটগ্রহণকারী কর্মকর্তাদের দায়িত্ব পালনে চ্যালেঞ্জ নিরূপণ ও উত্তরণ বিষয়ক কর্মশালার উদ্বোধন শেষে তিনি এসব কথা বলেন। কর্মশালাটি আয়োজন করে সিবিটিইপি প্রকল্প।
নির্বাচন কমিশনার আরও বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সম্পূর্ণ আইনানুগভাবে অনুষ্ঠিত হবে। অতীতের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে এবার যাদের অবৈধ কর্মকাণ্ডে সংশ্লিষ্টতা পাওয়া যাবে, তাদের ভবিষ্যতে দায়িত্বে রাখা হবে না। কর্মকর্তাদের দায়িত্ব পালনে সর্বোচ্চ সতর্ক থাকবে কমিশন।
অনুষ্ঠানে স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন পর্যায়ের নির্বাচন কর্মকর্তা ও প্রশিক্ষকরা অংশ নেন। তারা ভোটগ্রহণ প্রক্রিয়ায় সম্ভাব্য চ্যালেঞ্জ ও তা মোকাবেলার কৌশল তুলে ধরেন।
কর্মশালায় বক্তারা বলেন, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনের জন্য মাঠপর্যায়ের কর্মকর্তাদের পেশাদারিত্ব সবচেয়ে গুরুত্বপূর্ণ। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ইসি’র অতিরিক্ত সচিব কে এম আলী নেওয়াজ, জেলা প্রশাসক মো. আব্দুস সামাদ ও পুলিশ সুপার রেজাউল করিম।
এই/এমআর
বাংলাদেশ সময়: ১৭:৩৫:২৪ ● ৮৭ বার পঠিত