বৃহস্পতিবার ● ২৫ সেপ্টেম্বর ২০২৫

কেন্দ্রীয় নিষেধাজ্ঞা অমান্য করে আমতলীতে বিএনপির মোটরসাইকেল শোভাযাত্রা ও গণসংবর্ধনা

হোম পেজ » বরগুনা » কেন্দ্রীয় নিষেধাজ্ঞা অমান্য করে আমতলীতে বিএনপির মোটরসাইকেল শোভাযাত্রা ও গণসংবর্ধনা
বৃহস্পতিবার ● ২৫ সেপ্টেম্বর ২০২৫


আমতলীতে বিএনপির মোটরসাইকেল শোভাযাত্রা ও গণসংবর্ধনা

সাগরকন্যা প্রতিবেদক, আমতলী (বরগুনা)

কেন্দ্রীয় নিষেধাজ্ঞা অমান্য করে বরগুনা জেলা বিএনপির নবগঠিত কমিটির নেতৃবৃন্দ বৃহস্পতিবার বিকেলে আমতলীতে মোটরসাইকেল শোভাযাত্রা ও চার স্থানে গণসংবর্ধনা নেন। এতে সড়কে তীব্র যানজট সৃষ্টি হয়ে সাধারণ মানুষ ভোগান্তিতে পড়েন।

জানা যায়, শাখারিয়া, মহিষকাটা, বটতলা ও আমতলী চৌরাস্তায় সংবর্ধনা দেওয়া হয় আহ্বায়ক নজরুল ইসলাম মোল্লা, সদস্য সচিব হুমায়ুন হাসান শাহীন ও প্রথম যুগ্ম আহ্বায়ক ফজলুল হক মাস্টারকে। উপজেলা বিএনপি সড়ক আটকে অস্থায়ী মঞ্চ স্থাপন করে এ আয়োজন করে।

তিন বছর পর গত রবিবার রাতে বরগুনা জেলা বিএনপির আংশিক কমিটি ঘোষণা করা হয়। রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত চিঠিতে নজরুল ইসলামকে আহ্বায়ক, শাহীনকে সদস্য সচিব ও ফজলুল হককে যুগ্ম আহ্বায়ক করা হয়।

সংবর্ধনা অনুষ্ঠানে কয়েক হাজার নেতা-কর্মী অংশ নেন। তবে স্থানীয়দের অভিযোগ, সড়ক আটকে সংবর্ধনা দেওয়ায় জনদুর্ভোগ তৈরি হয়েছে।

বরিশাল বিভাগীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমান বলেন, কেন্দ্রীয়ভাবে মোটরসাইকেল শোভাযাত্রা নিষিদ্ধ। আমতলী থানার ওসি দেওয়ান জগলুল হাসান জানান, স্বল্প সময়েই সংবর্ধনা শেষ হয়, তবে অনেক কিছুই নিয়মের বাইরে ঘটে।


এমএইচকে/এমআর

বাংলাদেশ সময়: ১৯:০২:৩৩ ● ৮৯ বার পঠিত