
বৃহস্পতিবার ● ২৫ সেপ্টেম্বর ২০২৫
মঠবাড়িয়ায় ৭৭ পূজা মণ্ডপে বিএনপি নেতার অনুদান
হোম পেজ » পিরোজপুর » মঠবাড়িয়ায় ৭৭ পূজা মণ্ডপে বিএনপি নেতার অনুদানসাগরকন্যা প্রতিবেদক, পিরোজপুর
পিরোজপুরের মঠবাড়িয়ায় আসন্ন শারদীয় দুর্গোৎসব উপলক্ষে ৭৭টি পূজা মণ্ডপে আর্থিক অনুদান বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) উপজেলা মিলনায়তনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে কেন্দ্রীয় যুবদলের সাবেক সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক এআর মামুন খান প্রতিটি পূজা মণ্ডপে ৫ হাজার টাকা করে মোট ৩ লাখ ৮৫ হাজার টাকা অনুদান প্রদান করেন।
অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার আবদুল কাইয়ুম, থানা অফিসার ইনচার্জ আবদুল্লাহ আল মামুন, উপজেলা ও পৌর বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি রতন কর্মকারের সভাপতিত্বে ও প্রণব রায়ের সঞ্চালনায় আয়োজিত এ অনুদান বিতরণ অনুষ্ঠানে হিন্দু সম্প্রদায়ের নেতারা এই উদ্যোগকে স্বাগত জানান।
এআর মামুন খান বলেন, তারেক রহমানের নির্দেশে প্রতিবছরের মতো এবারও মঠবাড়িয়ার প্রতিটি পূজা মণ্ডপে উপহার প্রদান করা হয়েছে।
আরএইচএম/এমআর
বাংলাদেশ সময়: ১৭:০২:১০ ● ৭০ বার পঠিত