
বৃহস্পতিবার ● ২৫ সেপ্টেম্বর ২০২৫
গৌরনদীতে ৫ মাসে দুই ইউএনও‘র বদলী
হোম পেজ » বরিশাল » গৌরনদীতে ৫ মাসে দুই ইউএনও‘র বদলীসাগরকন্যা প্রতিবেদক, গৌরনদী (বরিশাল)
বরিশালের গৌরনদীতে ৫ মাসের ব্যবধানে দুই নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বদলী হওয়ায় স্থানীয়দের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে।
গত ১৭ এপ্রিল জনপ্রিয় ইউএনও আবু আব্দুল্লাহ খান আকস্মিকভাবে বদলী হন। তার বদলী ঠেকাতে এলাকাবাসী আন্দোলন করলেও সিদ্ধান্ত প্রত্যাহার হয়নি। পরে বিসিএস ৩৬ ব্যাচের কর্মকর্তা রিফাত আরা মৌরি ইউএনও ও পৌর প্রশাসক হিসেবে দায়িত্ব নেন। দায়িত্ব গ্রহণের পর আইনশৃঙ্খলা ও উন্নয়ন কর্মকাণ্ডে তিনি সাধারণ মানুষের প্রশংসা কুড়ান।
তবে যোগদানের মাত্র ৫ মাসের মাথায় গত ২২ সেপ্টেম্বর তাকেও ঝালকাঠীর রাজাপুরে বদলী করা হয়। বুধবার তার শেষ কর্মদিবসে বিদায় সংবর্ধনা দেওয়া হয়।
বদলীর খবর ছড়িয়ে পড়লে সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্ষোভ প্রকাশ করেন স্থানীয়রা। তারা মন্তব্য করেন, ভাল মানুষ গৌরনদীতে বেশিদিন টিকেন না।
গৌরনদী প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক খোকন আহম্মেদ হীরা বলেন, দক্ষ কর্মকর্তা রিফাত আরা মৌরির আকস্মিক বদলীতে এলাকাবাসী হতবাক। তবে পৌর নাগরিক কমিটির সভাপতি জহুরুল ইসলাম জহির মনে করেন, বদলী সরকারী রুটিন কাজের অংশ।
বরিশাল বিভাগীয় কমিশনার কার্যালয়ের অতিরিক্ত বিভাগীয় কমিশনার মো. আহসান হাবীব বলেন, দুইজনই ভালো কর্মকর্তা ছিলেন। তাদের বদলী স্বাভাবিক নিয়মে হয়েছে, এখানে অন্য কোনো কারণ নেই।
এমএইচআর/এমআর
বাংলাদেশ সময়: ১৫:৩১:৪৪ ● ৭৪ বার পঠিত