বৃহস্পতিবার ● ২৫ সেপ্টেম্বর ২০২৫

বাউফলে টেন্ডার ছাড়াই কাজের বিল তোলার অভিযোগ

হোম পেজ » পটুয়াখালী » বাউফলে টেন্ডার ছাড়াই কাজের বিল তোলার অভিযোগ
বৃহস্পতিবার ● ২৫ সেপ্টেম্বর ২০২৫


বাউফলে টেন্ডার ছাড়াই কাজের বিল তোলার অভিযোগ

সাগরকন্যা প্রতিবেদক, বাউফল (পটুয়াখালী)

পটুয়াখালীর বাউফলে টেন্ডার ছাড়াই একাধিক প্রকল্পের কাজ সম্পূর্ণ না করে বিল উত্তোলনের অভিযোগ উঠেছে। স্থানীয় প্রশাসনের সহযোগিতায় রোদেলা এন্টারপ্রাইজ, জাইফা এন্টারপ্রাইজ ও ইয়াসীন এন্টারপ্রাইজ নামে তিন প্রতিষ্ঠানের মালিকরা এসব কাজ বাগিয়ে নিয়েছেন বলে অভিযোগ।

সরেজমিনে দেখা যায়, ইউএনও ও টিএনওর বাসভবন এবং উপজেলা পরিষদ ভবনে প্রায় ৬ লাখ টাকা প্রাক্কলিত মূল্যের প্রতিটি প্রকল্পে কাজ হচ্ছে নিম্নমানের। শ্রমিকরা স্বীকার করেছেন, শিক্ষক মহিউদ্দিন তালুকদার ওরফে সবুজ মাস্টারের তত্ত্বাবধানে তারা কাজ করছেন।

স্থানীয়রা অভিযোগ করেন, আওয়ামী আমলে সবুজ মাস্টার ও তার ঘনিষ্ঠরা অবৈধভাবে টেন্ডারবিহীন কাজ করে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছে। এখনো কিছু অসাধু কর্মকর্তাকে ম্যানেজ করে একইভাবে কাজ করছে তারা।

এ বিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক এক সরকারি প্রকৌশলী বলেন, নিয়ম অনুযায়ী এসব কাজ টেন্ডারের মাধ্যমে হওয়ার কথা। কিন্তু বাউফলে এখনো টেন্ডারবিহীনভাবে কাজ হচ্ছে এবং একই প্রকল্প দেখিয়ে দুইবার অর্থ আত্মসাতের ঘটনাও ঘটেছে।

যোগাযোগ করা হলে সবুজ মাস্টার অভিযোগ অস্বীকার করেন। উপজেলা নির্বাহী অফিসার আমিনুল ইসলামের সাথে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও সাড়া পাওয়া যায়নি।


ডিএইচ/এমআর

বাংলাদেশ সময়: ১০:১৮:০২ ● ১৮৩ বার পঠিত