বুধবার ● ২৪ সেপ্টেম্বর ২০২৫

বরগুনার তিন আসন পুনর্বহাল চেয়ে হাইকোর্টের রুল

হোম পেজ » বরগুনা » বরগুনার তিন আসন পুনর্বহাল চেয়ে হাইকোর্টের রুল
বুধবার ● ২৪ সেপ্টেম্বর ২০২৫


বরগুনার তিন আসন পুনর্বহাল চেয়ে হাইকোর্টের রুল

সাগরকন্যা প্রতিবেদক, আমতলী (বরগুনা)

বরগুনা জেলার পূর্বের তিনটি সংসদীয় আসন পুনর্বহালের বিষয়ে নির্বাচন কমিশনকে দুই সপ্তাহের মধ্যে ব্যাখ্যা দিতে রুল জারি করেছেন হাইকোর্ট। বুধবার অবকাশকালীন বেঞ্চের বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিশ্বজিৎ দেবনাথ এ রুল জারি করেন।

জানা গেছে, স্বাধীনতার পর থেকে বরগুনায় তিনটি আসন ছিল-বরগুনা-১ (সদর ও বেতাগী), বরগুনা-২ (পাথরঘাটা ও বামনা) এবং বরগুনা-৩ (আমতলী ও তালতলী)। কিন্তু ২০০৮ সালে তৎকালীন নির্বাচন কমিশন এগুলো ভেঙে মাত্র দুটি আসন করে। এতে জেলার প্রায় সাড়ে ১২ লাখ মানুষ উন্নয়ন ও প্রতিনিধিত্ব বঞ্চিত হয় বলে অভিযোগ।

সম্প্রতি নির্বাচন কমিশন নতুন গেজেট প্রকাশ করলেও তিন আসন পুনর্বহাল হয়নি। এতে ক্ষুব্ধ হয়ে গত ১৫ সেপ্টেম্বর তালতলীর ওমর আবদুল্লাহ শাহীন হাইকোর্টে রিট দায়ের করেন। আদালত ওই রিটের শুনানি শেষে কমিশনকে রুলের জবাব দিতে নির্দেশ দিয়েছেন।

রিটকারী বলেন, বরগুনাবাসীর মৌলিক অধিকার ও সংসদে প্রতিনিধিত্ব নিশ্চিত করতে আমরা তিন আসন পুনর্বহাল চাই। রিটের পক্ষে ছিলেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল।

এমএইচকে/এমআর

বাংলাদেশ সময়: ১৭:০১:২৪ ● ১৮৯ বার পঠিত