
মঙ্গলবার ● ২৩ সেপ্টেম্বর ২০২৫
আমতলীতে মেধাবী শিক্ষার্থীদের মাঝে বৃত্তি বিতরণ
হোম পেজ » বরগুনা » আমতলীতে মেধাবী শিক্ষার্থীদের মাঝে বৃত্তি বিতরণসাগরকন্যা প্রতিবেদক, আমতলী (বরগুনা)
আমতলী উপজেলার বকুলনেছা মহিলা ডিগ্রী কলেজের একাদশ শ্রেণীর ৩০ জন শিক্ষার্থীর মাঝে বৃত্তির চেক বিতরণ করা হয়েছে। মঙ্গলবার দুপুরে প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার মোঃ রোকনুজ্জামান খাঁন চেক বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন।
কলেজটি ১৯৯৯ সালে প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠাতা বিশিষ্ট ব্যবসায়ী প্রায়াত আলহাজ্ব মকবুল আহম্মেদ মৃধা, তার মায়ের নামে কলেজটি স্থাপন করেন। ২৬ বছর ধরে কলেজটি বরগুনার একমাত্র নারী শিক্ষার পথিকৃত হিসেবে কাজ করছে।
বৃত্তি বিতরণ অনুষ্ঠান কলেজ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মোছাঃ ফেরদৌসি আক্তার। সঞ্চালনা করেন জেষ্ঠ প্রভাষক মোঃ জয়নুল আবেদীণ।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা বন কর্মকর্তা মোঃ মনিরুল হক, ব্যবস্থাপনা কমিটির সদস্য মাওলানা আব্দুল খালেক মিয়া, আমতলী সাংবাদিক ইউনিয়ন সভাপতি মোঃ জসিম উদ্দিন সিকদার, সহকারী অধ্যাপক প্রনব কুমার সরকার, বাছির উদ্দিন, মিজানুর রহমান, জেষ্ঠ প্রভাষক উত্তর কুমার কর্মকার, মাকসুদুর রহমান, আহসান হাবিব ও আবুল হোসেন।
প্রধান অতিথি মোঃ রোকনুজ্জামান খাঁন বলেন, মেধাবীরাই দেশের কল্যাণে কাজ করছে। মেধা থাকলেই হবে না, কাজেও লাগাতে হবে। লেখাপড়া ছাড়া মেধার বিকাশ সম্ভব নয়।
বাংলাদেশ সময়: ১৮:৫৪:২৪ ● ১৬১ বার পঠিত