মঙ্গলবার ● ২৩ সেপ্টেম্বর ২০২৫

মির্জাগঞ্জে দুই চিকিৎসকের বদলি আদেশ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

হোম পেজ » পটুয়াখালী » মির্জাগঞ্জে দুই চিকিৎসকের বদলি আদেশ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন
মঙ্গলবার ● ২৩ সেপ্টেম্বর ২০২৫


মির্জাগঞ্জে দুই চিকিৎসকের বদলি আদেশ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

সাগরকন্যা প্রতিবেদক, মির্জাগঞ্জ (পটুয়াখালী)

মির্জাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. শামসুল ইসলাম সোহেল ও মেডিকেল অফিসার ডা. মো. উমর ফারুক জাবিরের বদলি আদেশ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও মহাসড়ক অবরোধ করেছেন এলাকাবাসী।

মঙ্গলবার সকাল সাড়ে ১০টা থেকে প্রায় পৌনে এক ঘণ্টা বরিশাল–বাকেরগঞ্জ–বরগুনা মহাসড়কের সুবিদখালী সরকারি রহমান ইসহাক পাইলট মাধ্যমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরে সড়ক অবরোধ, বিক্ষোভ মিছিল এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার কাছে স্মারকলিপি প্রদান করা হয়।

মানববন্ধনে হাজারো নারী-পুরুষ ও শিক্ষার্থীরা অংশ নেন। বক্তব্য রাখেন সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান হাসিনা বেগম, মির্জাগঞ্জ প্রেসক্লাব সভাপতি মো. কামরুজ্জামান জুয়েল, ব্যবসায়ী ও শিক্ষার্থীরা। বক্তারা অভিযোগ করেন, স্থানীয় একটি কুচক্রী মহলের ষড়যন্ত্রে মিথ্যা অভিযোগ তুলে দুই মানবিক চিকিৎসককে বদলি করানো হয়েছে।

উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. প্রশান্ত কুমার সাহা জানান, বর্তমানে ২১ জনের স্থলে মাত্র ৭ জন চিকিৎসক কর্মরত আছেন। এর মধ্যে দুইজন কমে গেলে স্বাস্থ্যসেবা ব্যাহত হবে। বদলির পেছনে দালাল চক্র ও কয়েকটি ডায়াগনস্টিক সেন্টারের ষড়যন্ত্র থাকতে পারে বলেও তিনি মন্তব্য করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তরিকুল ইসলাম বলেন, জনসাধারণের স্মারকলিপি জেলা প্রশাসকের কাছে পাঠানো হয়েছে। স্থানীয়দের দাবি ও মানবিক দিক বিবেচনা করে বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে।


ইউজি/এমআর 

বাংলাদেশ সময়: ১৭:৩০:২০ ● ১৩৯ বার পঠিত