রবিবার ● ২১ সেপ্টেম্বর ২০২৫

নেছারাবাদে গৃহবধূকে শ্বশুরের কুপ্রস্তাব, থানায় উপস্থিত গৃহবধূ

হোম পেজ » পিরোজপুর » নেছারাবাদে গৃহবধূকে শ্বশুরের কুপ্রস্তাব, থানায় উপস্থিত গৃহবধূ
রবিবার ● ২১ সেপ্টেম্বর ২০২৫


অভিযুক্ত চাচা-শ্বশুর শাহীন ফিটার

সাগরকন্যা প্রতিবেদক, নেছারাবাদ (পিরোজপুর)

পিরোজপুরের নেছারাবাদে দুই সন্তানের জননীকে (২২) মোবাইলে কুপ্রস্তাব দেওয়ার অভিযোগ উঠেছে চাচা-শ্বশুর শাহীন ফিটারের বিরুদ্ধে। এ ঘটনার একটি অডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় উত্তেজনা দেখা দেয়। পরে শনিবার (২০ সেপ্টেম্বর) রাতে ভুক্তভোগী নারী নেছারাবাদ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযুক্ত শাহীন ফিটার উপজেলার বলদিয়া ইউনিয়নের খেজুরবাড়ি গ্রামের মো. আলী আক্কাবার ফিটারের ছেলে।

স্থানীয়রা জানান, গত ১৮ সেপ্টেম্বর রাতে শাহীন ফিটার তার ভাইয়ের ছেলের স্ত্রীকে ফোনে কুপ্রস্তাব দেন। বিষয়টি জানাজানি হলে ক্ষুব্ধ গ্রামবাসী তার বাড়ি ঘেরাও করে পুলিশের হাতে তুলে দেওয়ার চেষ্টা চালায়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

ভুক্তভোগী গৃহবধূ জানান, প্রতিবেশী শাহীন ফিটার দীর্ঘদিন ধরে তাকে কুপ্রস্তাব দিয়ে আসছিল। রাজি না হওয়ায় তিনি হুমকি দিতে থাকেন। ফোনালাপ স্বামী ও প্রতিবেশীদের শুনিয়ে পরে থানায় অভিযোগ করেছেন তিনি।

অভিযুক্ত শাহীন ফিটার বলেন, ওই পরিবারের সঙ্গে ভালো সম্পর্ক ছিল। ফোনে যা বলেছেন, তা ঠিক হয়নি। তবে শরিয়ত অনুযায়ী একাধিক বিয়ে করার যুক্তি দিয়ে তিনি দাবি করেন, ফারজানা রাজি হলে বিয়ে করতেন।

স্থানীয় চৌকিদার মো. জাহারুল ইসলাম জানান, ঘটনার পর ক্ষুব্ধ হয়ে গ্রামবাসী শাহীন ফিটারের বাড়ি ঘেরাও করে। তিনি দীর্ঘদিন ধরে নানা অপকর্মে জড়িত ছিলেন।

স্থানীয় ইউপি সদস্য মনোজ কুমার ঢালী বলেন, বিত্তশালী হওয়ায় তিনি বেপরোয়া হয়ে উঠেছেন। ভাতিজার ছেলের স্ত্রীকে কুপ্রস্তাব দেওয়া গুরুতর অপরাধ, তার বিচার হওয়া উচিত।

নেছারাবাদ থানার ওসি মো. বনি আমিন জানান, অভিযোগ পাওয়া গেছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ২২:৩১:৪৮ ● ২৪৭ বার পঠিত