শনিবার ● ২০ সেপ্টেম্বর ২০২৫

কাশিয়ানি-মুকসুদপুরে বিএনপি নেতার মোটরসাইকেল শোডাউন

হোম পেজ » ঢাকা » কাশিয়ানি-মুকসুদপুরে বিএনপি নেতার মোটরসাইকেল শোডাউন
শনিবার ● ২০ সেপ্টেম্বর ২০২৫


কাশিয়ানি-মুকসুদপুরে বিএনপি নেতার মোটরসাইকেল শোডাউন

সাগরকন্যা প্রতিবেদক, গোপালগঞ্জ

গোপালগঞ্জের মুকসুদপুর ও কাশিয়ানি উপজেলায় বিএনপির কেন্দ্রীয় সহ-আইন বিষয়ক সম্পাদক ও সুপ্রিম কোর্টের আইনজীবী সৈয়দ জয়নুল আবেদীন মেসবাহ মোটরসাইকেল শোডাউন এবং পথসভা করেছেন।

শনিবার সকাল ১০টায় মুকসুদপুর উপজেলা থেকে শুরু হয়ে কাশিয়ানি উপজেলার রাজপাট বাজারে গিয়ে পথসভা শেষে মোটরসাইকেল শোডাউন শেষ হয়। জেলার ও দুই উপজেলার প্রায় ৩ হাজার নেতাকর্মী সহ সহস্রাধিক মোটরসাইকেল নিয়ে শোডাউনে অংশ নেন।

এসময় জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মো: কামরুজ্জামান টুটুল, সাবেক যুগ্ম সম্পাদক এসএম সুমন, সাবেক দপ্তর সম্পাদক এসএম হুমায়ুন কবির, কাশিয়ানি উপজেলা বিএনপির সহ-আইন বিষয়ক সম্পাদক মো: আশিক মুন্সি, জেলা শ্রমিক দলের আহবায়ক রনি, যুগ্ম আহবায়ক হাজী মনির, সাবেক সেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক ও কৃষক দলের যুগ্ম আহবায়ক মো: সেলিম মুন্সি, সদর উপজেলা শ্রমিক দলের সদস্য সচিব রিপন মোল্লা, কাশিয়ানি উপজেলা শ্রমিক দলের যুগ্ম আহবায়ক মিজান জামানসহ তিন হাজারের বেশি নেতাকর্মী অংশ নেন।

বাংলাদেশ সময়: ১৬:১৯:৪৬ ● ১৬১ বার পঠিত