শুক্রবার ● ১৯ সেপ্টেম্বর ২০২৫

চাঁপাইনবাবগঞ্জে হক ক্লিনিকে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

হোম পেজ » রাজশাহী » চাঁপাইনবাবগঞ্জে হক ক্লিনিকে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত
শুক্রবার ● ১৯ সেপ্টেম্বর ২০২৫



চাঁপাইনবাবগঞ্জে হক ক্লিনিকে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

সাগরকন্যা প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ

চাঁপাইনবাবগঞ্জে হক ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে মাসিক ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) সকাল থেকে দিনব্যাপী শান্তিমোড় এলাকায় এ ক্যাম্পে চার শতাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা দেওয়া হয়।

ক্যাম্পে মেডিসিন, অর্থোপেডিক, কার্ডিওলজি, শিশু, নিউরোমেডিসিন, নাক-কান-গলা, গাইনী ও সার্জারি বিভাগে সেবা প্রদান করেন চিকিৎসকরা।

হক ক্লিনিক কর্তৃপক্ষ জানায়, এখন থেকে প্রতি মাসে একদিন ফ্রি মেডিকেল ক্যাম্প আয়োজন করা হবে। এর অংশ হিসেবে শুক্রবারের এ আয়োজন সফলভাবে সম্পন্ন হয়েছে।

চিকিৎসা সেবা দেন মেডিসিন বিশেষজ্ঞ ডা. নাসিব উজ জামান, সার্জারি বিশেষজ্ঞ ডা. নাদিম সরকার, অর্থোপেডিক সার্জন ডা. ইসহাক আলী আজাদ, ডা. মারুফ হাসান (মেডিসিন, চর্ম, যৌন), ডা. আতিকুর রহমান শাওন (মেডিসিন, চর্ম, যৌন, ডায়াবেটিস), গাইনী বিশেষজ্ঞ ডা. ফাবেয়া রহমান ও তামান্না হাই।

বাংলাদেশ সময়: ১৭:৩৮:২৪ ● ২৮ বার পঠিত