শুক্রবার ● ১৯ সেপ্টেম্বর ২০২৫

বিনা প্রতিদ্বন্দ্বিতায় জেলা প্রেসক্লাব পটুয়াখালী’র সভাপতি মশিউর

হোম পেজ » গণমাধ্যম » বিনা প্রতিদ্বন্দ্বিতায় জেলা প্রেসক্লাব পটুয়াখালী’র সভাপতি মশিউর
শুক্রবার ● ১৯ সেপ্টেম্বর ২০২৫


 

বিনা প্রতিদ্বন্দ্বিতায় জেলা প্রেসক্লাব পটুয়াখালী’র সভাপতি মশিউর

সাগরকন্যা প্রতিবেদক, গলাচিপা, পটুয়াখালী

জেলা প্রেসক্লাব পটুয়াখালী’র সভাপতি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন মোঃ মশিউর রহমান। আগামীকাল (২০ সেপ্টেম্বর) অনুষ্ঠিত হতে যাওয়া দুই বছর মেয়াদের কার্যকরী কমিটির নির্বাচনের অংশ হিসেবে তিনি অনানুষ্ঠানিকভাবে পুনঃনির্বাচিত হন।

মশিউর রহমান ২০১৮ সাল থেকে প্রেসক্লাবের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।

এদিকে, দপ্তর সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন পারভেজ মাহমুদ। সদস্য পদে নির্বাচিত পাঁচজন হলেন- ইনামুর রহমান, মোসাঃ রুনু, মোঃ আনোয়ার হোসেন, মোঃ হাসান ও মোঃ রাসেল হাওলাদার।

জানা গেছে, জেলা প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয় পটুয়াখালী ফায়ার সার্ভিস সড়কে অবস্থিত।

আহবায়ক মোঃ সরোয়ার হোসেন সানু জানিয়েছেন, ভোট গ্রহণের সকল প্রস্তুতি সম্পন্ন রয়েছে। আগামীকাল ২০ সেপ্টেম্বর বেলা ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত ক্লাবেই ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ভোটার সংখ্যা ৫০ জন। নির্বাচন শান্তিপূর্ণ ও সুষ্ঠু করার জন্য তিন সদস্য বিশিষ্ট নির্বাচন পরিচালনা কমিটির অপর দুই সদস্য হলেন মোঃ জামাল আকন ও সঞ্জিব দাস।

বাংলাদেশ সময়: ১৬:২০:৩৯ ● ৩৫ বার পঠিত