
বৃহস্পতিবার ● ১৮ সেপ্টেম্বর ২০২৫
সংখ্যানুপাতিক পদ্ধতিতে নির্বাচন দাবি ইসলামী আন্দোলনের
হোম পেজ » বরিশাল » সংখ্যানুপাতিক পদ্ধতিতে নির্বাচন দাবি ইসলামী আন্দোলনেরসাগরকন্যা প্রতিবেদক, বাবুগঞ্জ (বরিশাল)
সংখ্যানুপাতিক (পিআর) পদ্ধতিতে জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের দাবি তুলেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও জেলা সভাপতি মাওলানা মুহাম্মাদ সিরাজুল ইসলাম। তিনি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-৩ আসনের প্রার্থীও।
বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে বাবুগঞ্জ উপজেলা প্রেসক্লাব হলরুমে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি বলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ তৃণমূলভিত্তিক গণমানুষের সংগঠন। জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলনই এর মূল শক্তি। একাদশ জাতীয় সংসদ নির্বাচনের মতো এবারও ৩০০ আসনে প্রার্থী প্রস্তুত রয়েছে। তবে গণহত্যাকারীদের বিচার ও প্রয়োজনীয় সংস্কার ছাড়া শুধু ক্ষমতার পালাবদলের নির্বাচনে দল অংশ নেবে না।
তিনি জানান, শতভাগ মানুষের ভোটের প্রতিফলন ঘটাতে সংখ্যানুপাতিক (পিআর) পদ্ধতিতে নির্বাচন আয়োজন তাদের অন্যতম দাবি। এ লক্ষ্যে রাজনৈতিক কর্মসূচির পাশাপাশি নির্বাচনী প্রস্তুতিও চলছে।
মাওলানা সিরাজুল ইসলাম আরও বলেন, ৫ আগস্টের পর অনেক দল যখন লুটপাটে ব্যস্ত ছিল, তখনও ইসলামী আন্দোলন বাংলাদেশ জনগণের জানমালের নিরাপত্তায় ভূমিকা রাখছে। আগামী নির্বাচনে বৈষম্যহীন, ক্ষুধা-দারিদ্র্যমুক্ত বাংলাদেশ গড়তে তিনি সাংবাদিকসহ সমাজের সব শ্রেণি-পেশার মানুষের সহযোগিতা চান।
সভায় সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ বাবুগঞ্জ উপজেলা সভাপতি হাফেজ মাওলানা রহমতুল্লাহ মাতুব্বর। সাধারণ সম্পাদক মাওলানা শামসুল হকের সঞ্চালনায় বক্তব্য রাখেন জাতীয় শিক্ষক ফোরামের কেন্দ্রীয় ইবতেদায়ী সম্পাদক মাওলানা শেখ নজরুল ইসলাম মাহবুব, জেলা সদস্য মাওলানা মুহাম্মাদ ইবরাহীম হোসাইন মৃধা, উপজেলা প্রেসক্লাব সভাপতি প্রভাষক সাইফুল রহিম, সাধারণ সম্পাদক মো. আরিফ হোসেনসহ দল ও সহযোগী সংগঠনের নেতারা।
বাংলাদেশ সময়: ২১:৪২:৫০ ● ৮২ বার পঠিত