বৃহস্পতিবার ● ১৮ সেপ্টেম্বর ২০২৫
বাবুগঞ্জে দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত
হোম পেজ » বরিশাল » বাবুগঞ্জে দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত
সাগরকন্যা প্রতিবেদক, বাবুগঞ্জ (বরিশাল)
শারদীয় দুর্গাপূজা সুষ্ঠুভাবে আয়োজনের লক্ষ্যে বরিশালের বাবুগঞ্জে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা হলরুমে এ সভা হয়।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারুক আহমেদ। এতে উপস্থিত ছিলেন এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন উল ইসলাম, বাবুগঞ্জ থানার ওসি জহিরুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সোহেল হোসেন, উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি রাজা দিলিপ কুমার, পূজা উদযাপন ফ্রন্টের সভাপতি বিপ্লব মিস্ত্রীসহ রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
সভায় জানানো হয়, এ বছর উপজেলায় ২৬টি পূজামণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। নির্বিঘ্ন আয়োজনের জন্য প্রতিটি মণ্ডপে সিসি ক্যামেরা স্থাপন করা হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারুক আহমেদ বলেন, শারদীয় দুর্গাপূজাকে কেন্দ্র করে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটতে দেওয়া হবে না। হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শান্তিপূর্ণভাবে উদযাপনে আইনশৃঙ্খলা বাহিনী মাঠে থাকবে।
বাংলাদেশ সময়: ১৫:২৯:৪৯ ● ১৪৬ বার পঠিত
