বৃহস্পতিবার ● ১৮ সেপ্টেম্বর ২০২৫

মোংলায় ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী আটক

হোম পেজ » খুলনা » মোংলায় ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী আটক
বৃহস্পতিবার ● ১৮ সেপ্টেম্বর ২০২৫


মোংলায় ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী আটক

সাগরকন্যা প্রতিবেদক, বাগেরহাট

বাগেরহাটের মোংলায় কোস্ট গার্ড ও পুলিশের যৌথ অভিযানে ৬৮৮ পিস ইয়াবাসহ এক নারী মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। জব্দকৃত ইয়াবার আনুমানিক মূল্য ৩ লাখ ৪৪ হাজার টাকা।

বৃহস্পতিবার সকালে বিষয়টি নিশ্চিত করেন কোস্ট গার্ড পশ্চিম জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মুনতাসির ইবনে মহসিন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার দুপুর ২টায় মোংলা পোর্ট পুরাতন আবাসিক এলাকার কবরস্থান রোড সংলগ্ন স্থানে অভিযান চালানো হয়। এ সময় ওই নারীকে ইয়াবাসহ আটক করা হয়।

পরে আটক নারী ও জব্দ ইয়াবা মোংলা থানায় হস্তান্তর করা হয়েছে।

কোস্ট গার্ডের কর্মকর্তা মুনতাসির ইবনে মহসিন বলেন, মাদক পাচার রোধে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

বাংলাদেশ সময়: ১৬:০৮:২৫ ● ৮৩ বার পঠিত