বুধবার ● ১৭ সেপ্টেম্বর ২০২৫

চ্যাম্পিয়ন চাঁপাইনবাবগঞ্জ জেলা ফুটবল দল

হোম পেজ » খেলা » চ্যাম্পিয়ন চাঁপাইনবাবগঞ্জ জেলা ফুটবল দল
বুধবার ● ১৭ সেপ্টেম্বর ২০২৫


চ্যাম্পিয়ন চাঁপাইনবাবগঞ্জ জেলা ফুটবল দল

সাগরকন্যা প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ

জাতীয় চ্যাম্পিয়নশিপ-২০২৫ ফুটবলে চ্যাম্পিয়ন হয়েছে স্বাগতিক চাঁপাইনবাবগঞ্জ জেলা দল। বুধবার (১৭ সেপ্টেম্বর) বিকেলে জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে তারা কুষ্টিয়াকে ৩-০ গোলে হারায়।

খেলার শুরু থেকেই আক্রমণ-প্রতিআক্রমণে জমে ওঠে ম্যাচ। তবে একের পর এক গোল করে এগিয়ে যায় চাঁপাইনবাবগঞ্জ। কুষ্টিয়া শেষ মুহূর্ত পর্যন্ত লড়াই করলেও স্বাগতিক দলের শক্তিশালী ডিফেন্স ও দক্ষ গোলরক্ষকের সামনে ব্যর্থ হয়। বড় ব্যবধানে জয় নিয়েই মাঠ ছাড়ে চাঁপাইনবাবগঞ্জ দল।

খেলা শেষে স্টেডিয়ামে পুরস্কার বিতরণী অনুষ্ঠান হয়। প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. আব্দুস সামাদ। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মো. রেজাউল করিম, বিপিএম-সেবা।

জেলা প্রশাসক বলেন, তারুণ্যের এ উৎসব শুধু ফুটবল নয়, তরুণদের সুস্থ ও সুন্দর জীবনধারায় গড়ে তোলার একটি মঞ্চ। খেলাধুলা শৃঙ্খলা, দলগত চেতনা ও প্রতিযোগিতার মানসিকতা শেখায়। এ সাফল্য গোটা দেশের জন্য গর্বের।

অনুষ্ঠানে অতিথিরা বিজয়ী দলের হাতে পুরস্কার তুলে দেন। আয়োজক জেলা ফুটবল অ্যাসোসিয়েশন জানায়, এ আয়োজন কেবল খেলাধুলা নয়, তরুণ প্রজন্মকে সুস্থ ধারায় গড়ে তোলার প্রচেষ্টা।

বাংলাদেশ সময়: ১৯:০৫:১৫ ● ৭৮ বার পঠিত