
বুধবার ● ১৭ সেপ্টেম্বর ২০২৫
মহিপুরে বাতিঘরের উদ্যোগে দেড় হাজার তালের বীজ রোপণ
হোম পেজ » পটুয়াখালী » মহিপুরে বাতিঘরের উদ্যোগে দেড় হাজার তালের বীজ রোপণসাগরকন্যা প্রতিবেদক, মহিপুর (পটুয়াখালী)
পটুয়াখালীর মহিপুরে সেচ্ছাসেবী সংগঠন ‘বাতিঘর’ দেড় হাজার তালের বীজ রোপণ করেছে।
বুধবার সকাল থেকে দিনভর খননকৃত খালের দুই পাড়ে সংগঠনের সদস্যরা বীজ রোপণ করেন।
সংগঠনের সাধারণ সম্পাদক ফিরোজ আহমেদ প্রিন্স বলেন, সবুজায়ন প্রকল্প ২০২৫-এর আওতায় মহিপুর থানা সদর ইউনিয়নের বিপিনপুর ও ইউসুফপুর গ্রামের খননকৃত প্রায় ৮ কিলোমিটার খালের দুই পাড়ে প্রাথমিকভাবে ১ হাজার পাঁচ শত তালের বীজ রোপণ করা হয়েছে। দ্বিতীয় পর্যায়ে তিন শতাধিক কৃঞ্চচুড়া ও নয়ন চুড়া গাছ রোপণ করা হবে।
সংগঠনের সভাপতি ইলিয়াস রেজা জানান, জলবায়ুর বিরূপ প্রভাবে সমুদ্র উপকূলের সবুজ অরণ্য বিলীন হয়ে যাচ্ছে। বনভূমি কমে গিয়ে বিরান ভূমিতে পরিণত হয়েছে। গাছ না থাকায় পাখিরা আশ্রয় হারিয়েছে। পথচারীরা ছায়াহীনতায় ভুগছে। তাই সবুজায়নের মাধ্যমে পরিবেশের ভারসাম্য রক্ষা ও সৌন্দর্য বর্ধন করা হবে।
দিনভর তালের বীজ রোপণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন কুয়াকাটা প্রেসক্লাবের সাবেক সভাপতি ও বাতিঘর সংগঠনের সহসভাপতি আনোয়ার হোসেন আনু, সহসভাপতি মোঃ রফিকুল ইসলাম মন্টু, কোষাধ্যক্ষ মো: শাহিন কবীর, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক মাস্টার হারুন দেওয়ান, প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুস ছত্তার ফকির, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক কবি হানিফ সরদার, সদস্য পলাশ সরকারসহ অন্যান্যরা।
বাংলাদেশ সময়: ১৮:৪৯:৩৫ ● ৯৫ বার পঠিত