বুধবার ● ১৭ সেপ্টেম্বর ২০২৫

আমতলীতে জমির দখল নিতে যুবদল নেতার নেতৃত্বে তাণ্ডব!

হোম পেজ » বরগুনা » আমতলীতে জমির দখল নিতে যুবদল নেতার নেতৃত্বে তাণ্ডব!
বুধবার ● ১৭ সেপ্টেম্বর ২০২৫


আমতলীতে জমির দখল নিতে যুবদল নেতার নেতৃত্বে তাণ্ডব!

সাগরকন্যা প্রতিবেদক, আমতলী (বরগুনা)

বরগুনার আমতলীতে জমি দখলের উদ্দেশ্যে আমন ধানক্ষেতে তাণ্ডব চালিয়েছে শতাধিক বিএনপি নেতাকর্মী। তাদের নেতৃত্বে ছিলেন হলদিয়া ইউনিয়ন যুবদল সাধারণ সম্পাদক আরিফ গাজী, ওয়ার্ড বিএনপি সভাপতি জুয়েল মল্লিক, আকবর হোসেন মল্লিক ও জামাল গাজী। মঙ্গলবার সন্ধ্যায় দক্ষিণ তক্তাবুনিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

ওই জমির মালিক দাবি করে মন্নাফ হাওলাদার ও নয়ন হাওলাদার জানান, তাঁর পরিবার শতাধিক বছর ধরে সাড়ে পাঁচ একর জমি ভোগদখল করছেন। ২০ দিন আগে সেখানে আমন ধানের চারা রোপণ করেন। মঙ্গলবার বিকেলে যুবদল নেতাদের নেতৃত্বে অস্ত্রধারীরা ওই চারা তুলে জমি চাষ করে। এতে প্রায় পাঁচ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি তাদের।

প্রত্যক্ষদর্শীরা জানান, নেতাকর্মীরা এক্সকাভেটর দিয়ে জমি চাষ করে এলাকায় আতঙ্ক সৃষ্টি করে। স্থানীয় কদভানু ও সুমনা অভিযোগ করেন, তাদের ওপরও এক্সকাভেটর মেশিন তুলে দেবার চেষ্টা করা হয়। তবে স্থানীয়রা ধাওয়া দিলে একটি এক্সকাভেটর ফেলে পালিয়ে যায় হামলাকারীরা।

অভিযুক্ত যুবদল নেতা আরিফ গাজী বলেন, জমিটি তার দাদার রেকর্ডীয়। তবে নয়ন হাওলাদার ও তার সহযোগীরা ভোগদখল করছেন। তিনি উল্টো অভিযোগ করেন, তার একটি এক্সকাভেটর মেশিন নষ্ট করে দেওয়া হয়েছে। এ নিয়ে শালিস বৈঠক হবে বলেও জানান তিনি।

জেলা যুবদল সভাপতি জাহিদ হোসেন মোল্লা বলেন, কেউ ব্যক্তিগতভাবে এমন কর্মকাণ্ড করলে সেটি যুবদলের দায় নয়। অভিযোগ প্রমাণিত হলে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

আমতলী থানার ওসি দেওয়ান জগলুল হাসান বলেন, পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এখনও কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৭:২৬:২০ ● ৯০ বার পঠিত