বুধবার ● ১৭ সেপ্টেম্বর ২০২৫

দশমিনায় নানা আয়োজনে বিশ্বকর্মা পূজা অনুষ্ঠিত

হোম পেজ » পটুয়াখালী » দশমিনায় নানা আয়োজনে বিশ্বকর্মা পূজা অনুষ্ঠিত
বুধবার ● ১৭ সেপ্টেম্বর ২০২৫


দশমিনায় নানা আয়োজনে বিশ্বকর্মা পূজা অনুষ্ঠিত

সাগরকন্যা প্রতিবেদক, দশমিনা (পটুয়াখালী)

পটুয়াখালীর দশমিনায় নানা আয়োজনের মধ্য দিয়ে শ্রী শ্রী বিশ্বকর্মা পূজা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল থেকে উপজেলার কামার, কুমার, নরসুন্দর ও স্বর্ণকার পেশাজীবীরা সংগঠন ও পারিবারিকভাবে পূজা করেন।

সারা দেশের মতো দশমিনার শিল্প ও কলকারখানা, স্বর্ণকার, কর্মকার ও গ্রামীণ সনাতন ধর্মাবলম্বীদের বাড়িতেও মণ্ডপ সাজিয়ে পূজা উদযাপন করা হয়। ভক্তদের বিশ্বাস, বিশ্বকর্মা স্থাপত্য, শিল্প ও প্রযুক্তি বিদ্যার দেবতা। যুগে যুগে নির্মাণশৈলির স্রষ্টা হিসেবেও তাকে পূজা করা হয়।

বগি বাজার নরসুন্দর সমিতির সাধারণ সম্পাদক শংকর চন্দ্র শীল জানান, প্রতি বছরের মতো এ বছরও সমিতির উদ্যোগে পূজা অনুষ্ঠিত হয়। সকালে মন্ত্রোচ্চারণ, শঙ্খ, উলুধ্বনি ও ঢাকের বাদ্যে মুখরিত হয়ে ওঠে মণ্ডপ এলাকা। পরে ভক্তরা দেবতার পায়ে পুষ্পাঞ্জলি অর্পণ করেন। পূজা শেষে প্রসাদ বিতরণ করা হয়।

বাংলাদেশ সময়: ১৭:২৬:১৮ ● ৯৬ বার পঠিত