
বুধবার ● ১৭ সেপ্টেম্বর ২০২৫
দশমিনায় শিক্ষকের জানাজায় মানুষের ঢল
হোম পেজ » শোক/মৃত্যুবার্ষিকী » দশমিনায় শিক্ষকের জানাজায় মানুষের ঢলসাগরকন্যা প্রতিবেদক, দশমিনা (পটুয়াখালী)
পটুয়াখালীর দশমিনা উপজেলার গছানী মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক সিনিয়র শিক্ষক ও বাউফল জনতা ব্যাংকের শাখা ব্যবস্থাপক মো. রাসেল হোসেনের বাবা আবি আব্দুল্লাহ ইন্তেকাল করেছেন। তার জানাজায় শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের ঢল নামে।
বুধবার সকাল ১০টায় গছানী মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে প্রথম জানাজা এবং উত্তর কাটাখালী গ্রামের বাড়িতে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়। পরে পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়।
পরিবার সূত্রে জানা গেছে, বার্ধক্যজনিত রোগে ভুগে মঙ্গলবার রাত সাড়ে ৯টায় তিনি নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৫ বছর। তিনি এক ছেলে ও তিন মেয়ে রেখে গেছেন।
জানাজায় অংশ নেওয়া শিক্ষক, শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ শোক প্রকাশ করেন এবং পরিবারের প্রতি সমবেদনা জানান।
বাংলাদেশ সময়: ১৬:৩৩:৪৪ ● ১২৬ বার পঠিত