বুধবার ● ১৭ সেপ্টেম্বর ২০২৫

গৌরনদীতে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

হোম পেজ » বরিশাল » গৌরনদীতে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে প্রস্তুতিমূলক সভা
বুধবার ● ১৭ সেপ্টেম্বর ২০২৫


গৌরনদীতে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

সাগরকন্যা প্রতিবেদক, গৌরনদী (বরিশাল)

আসন্ন শারদীয় দুর্গোৎসব উপলক্ষে গৌরনদীতে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৭ সেপ্টেম্বর) সকালে উপজেলা মিলনায়তনে এ সভা হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক রিফাত আরা মৌরি।

সভায় আইনশৃঙ্খলা ও সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে বিভিন্ন পদক্ষেপ নিয়ে আলোচনা হয়। এতে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মেহেদী হাসান, উপজেলা আর্মি ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন আবদুল্লাহ আল মামুন, সিনিয়র ওয়ারেন্ট অফিসার মো. রবিউল ইসলাম, গৌরনদী মডেল থানার ওসি মো. তরিকুল ইসলাম এবং হাইওয়ে থানার ওসি মো. আমিনুল ইসলাম।

এছাড়া উপস্থিত ছিলেন উপজেলা প্রেস ক্লাব আহ্বায়ক ও প্রবীণ রাজনীতিবিদ মো. জহিরুল ইসলাম জহির, উপজেলা আনসার কর্মকর্তা মো. হামদান হুসাইন, প্রাণিসম্পদ কর্মকর্তা পলাশ, পূজা উদযাপন কমিটির সভাপতি দুলু রায়সহ অন্যরা।

সভায় সিদ্ধান্ত হয়, পূজামণ্ডপে বিদ্যুৎ ও পানির ব্যবস্থা নিশ্চিত করা হবে। নিরাপত্তায় সিসিটিভি মনিটরিং ও স্বেচ্ছাসেবক কমিটি থাকবে। প্রশাসনের পক্ষ থেকেও নজরদারি জোরদার করা হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা রিফাত আরা মৌরি বলেন, দুর্গোৎসবকে সফল করতে উপজেলা ও পৌর প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা দেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৫:০০:১৮ ● ৭৩ বার পঠিত