
সোমবার ● ১৫ সেপ্টেম্বর ২০২৫
ভোলার গুণী প্রধান শিক্ষক নির্বাচিত সাহিদা আক্তার সুমনা
হোম পেজ » ভোলা » ভোলার গুণী প্রধান শিক্ষক নির্বাচিত সাহিদা আক্তার সুমনাসাগরকন্যা প্রতিবেদক, ভোলা
বিশ্ব শিক্ষক দিবস ২০২৫ উপলক্ষে ভোলা জেলার গুণী প্রধান শিক্ষক নির্বাচিত হয়েছেন সদর উপজেলার ৩৯ নম্বর নজরুল্লাহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোসাম্মৎ সাহিদা আক্তার সুমনা।
রবিবার ভোলা জেলা প্রশাসক কার্যালয়ে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় তাকে গুণী প্রধান শিক্ষক হিসেবে মনোনীত করা হয়। প্রতিযোগিতায় জেলার ছয় উপজেলার প্রধান শিক্ষকরা অংশ নেন। বিষয়টি নিশ্চিত করেছেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. আমিনুল হক।
আগামীকাল ১৭ সেপ্টেম্বর সাহিদা আক্তার সুমনা বরিশাল বিভাগীয় কমিশনারের কার্যালয়ে বিভাগীয় পর্যায়ের প্রতিযোগিতায় অংশ নেবেন।
তিনি বরিশালের ব্রজমোহন কলেজ থেকে সমাজবিজ্ঞানে অনার্সসহ মাস্টার্স, বরিশাল বিএড কলেজ থেকে বিএড এবং ভোলা পিটিআই থেকে সি-ইন-এড ডিগ্রি অর্জন করেছেন।
২০১৭ সালে জেলার শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হয়ে তিনি গণচীন শিক্ষা সফরে যান। এছাড়া তার নেতৃত্বে নজরুল্লাহ সরকারি প্রাথমিক বিদ্যালয় ২০১৮ ও ২০২২ সালে জেলার শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান হয়।
বর্তমানে তিনি সদর উপজেলা প্রধান শিক্ষক সমিতির সিনিয়র সহসভাপতি এবং উপজেলা শিক্ষা কমিটির সদস্য। ব্যক্তিজীবনে তিনি ভোলার সিনিয়র সাংবাদিক ও ইনডিপেনডেন্ট টিভির জেলা প্রতিনিধি এডভোকেট নজরুল হক অনুর সহধর্মিণী। এর আগে তিনি গ্রামীণ ব্যাংকের সিনিয়র অফিসার এবং ম্যাস লাইন মিডিয়া সেন্টারে প্রশিক্ষণ কর্মকর্তা হিসেবে কাজ করেছেন।
এছাড়া সহকারী শিক্ষক পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচিত হয়েছেন চর ভেদুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ফারহানা পারভীন জুঁই।
বাংলাদেশ সময়: ২২:৩৬:১৯ ● ৮১ বার পঠিত