
সোমবার ● ১৫ সেপ্টেম্বর ২০২৫
৬ বছর পর পরিবারের কাছে ফিরলেন রামদেব মাহাতো
হোম পেজ » রাজশাহী » ৬ বছর পর পরিবারের কাছে ফিরলেন রামদেব মাহাতোসাগরকন্যা প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ
অবৈধ অনুপ্রবেশের কারণে আটক থাকার ছয় বছর পর ভারতীয় নাগরিক রামদেব মাহাতো অবশেষে পরিবারের কাছে ফিরেছেন। সোমবার সকাল ১১টায় চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দরে তাকে হস্তান্তর করা হয়।
মানবাধিকার কর্মী মো. শামসুল হুদার অক্লান্ত প্রচেষ্টায় রামদেব তার স্ত্রী গঙ্গা দেবী ও ছেলে সুনীল মাহাতোর কাছে ফেরত যেতে পেরেছেন। এ সময় স্থানীয় গ্রাম পঞ্চায়েত প্রধান লাল বাছা যাদবও উপস্থিত ছিলেন।
২০১৮ সালের ২৯ নভেম্বর চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে রামদেব মাহাতোকে আটক করা হয়। অবৈধ অনুপ্রবেশের দায়ে আদালত তাকে সাজা দেন। তবে সঠিক ঠিকানা না থাকায় পাঁচ বছরের সাজা ভোগের পরও তিনি বন্দি অবস্থায় ছিলেন।
চাঁপাইনবাবগঞ্জ জেলা কারাগারের জেলার জাকির হোসেনের কাছ থেকে বিষয়টি জানার পর মানবাধিকার কর্মী শামসুল হুদা উদ্যোগ নেন। ডিজিটাল প্রযুক্তি ও স্থানীয় জনপ্রতিনিধিদের সহায়তায় তিনি রামদেবের গ্রামের ঠিকানা খুঁজে বের করেন।
১১ মাসের প্রচেষ্টার পর রামদেবের পরিবারকে খুঁজে পাওয়া যায়। পরে আইনি প্রক্রিয়া সম্পন্ন করে ভারতীয় দূতাবাস থেকে ছাড়পত্র আনা হয়।
শামসুল হুদা জানান, এ পর্যন্ত তিনি ৮০টি মামলার মধ্যে ৫২টিতে সফল হয়েছেন। এর মধ্যে ভারতের বিভিন্ন কারাগারে আটক অনেক বাংলাদেশি নারী বন্দীকেও দেশে ফিরিয়ে এনেছেন। বর্তমানে আরও কয়েকজন ভারতীয় ও বাংলাদেশি নাগরিকের প্রত্যাবাসন নিয়ে কাজ করছেন তিনি।
বাংলাদেশ সময়: ২২:১৯:০৭ ● ৭৭ বার পঠিত