
সোমবার ● ১৫ সেপ্টেম্বর ২০২৫
গৌরনদীর টরকী বন্দরে সামান্য বৃষ্টিতেই হাঁটু পানি
হোম পেজ » বরিশাল » গৌরনদীর টরকী বন্দরে সামান্য বৃষ্টিতেই হাঁটু পানিসাগরকন্যা প্রতিবেদক, গৌরনদী (বরিশাল)
গৌরনদীর টরকী বন্দরে সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে। সোমবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে বাজারের প্রধান সড়ক হাঁটু পানিতে তলিয়ে যায়। এতে নারী-পুরুষসহ হাজারো ক্রেতা ও সাধারণ মানুষ ভোগান্তিতে পড়েন।
সরেজমিনে দেখা গেছে, ভ’মি অফিসের সামনে থেকে ডাচবাংলা ব্যাংক পর্যন্ত রাস্তা, পোষ্ট অফিস রোড, কাঁচা বাজার, অগ্রনী ব্যাংক সংলগ্ন এলাকা, টরকী বড় মজসিদের সামনে, রায় পট্টি ও ছাগলহাট পর্যন্ত পানি জমে।
টরকী বন্দরের গার্মেন্টস ব্যবসায়ী ফিরোজ হাওলাদার বলেন, বাজারে আড়াই হাজারের বেশি দোকান ও ২০-২৫টি ব্যাংক আছে। দক্ষিণাঞ্চলের প্রধান পাইকারি বাজার হলেও ড্রেনেজ ব্যবস্থা ভাঙার কারণে বৃষ্টির পানি সরতে পারে না।
স্থানীয়রা অভিযোগ করেন, বাজার সংলগ্ন দুটি খাল ময়লা-আবর্জনা ফেলে ভরাট হওয়ায় পানি নিষ্কাশন ব্যাহত হচ্ছে। বাজারে আসা সুফিয়া বলেন, ওষুধ কিনতে আসতে গিয়ে বাচ্চাসহ আটকা পড়েছি, ময়লা পানিতে পা চুলকাচ্ছে, কাপড় নষ্ট হচ্ছে। কলেজছাত্রী শাফিয়া আক্তার বলেন, ড্রেন ঠিক থাকলে এত দ্রুত পানি জমত না।
ব্যবসায়ীরা জানান, নির্মিত ড্রেন অকার্যকর। মাত্র ১০ মিনিট বৃষ্টিতেই রাস্তা পানিতে তলিয়ে যায়।
টরকী বন্দরের বণিক সমিতির সাধারণ সম্পাদক বদিউজ্জামান চঞ্চল মাঝি বলেন, বিষয়টি উপজেলা প্রশাসনকে জানিয়েছি। খাল খননের পর কিছুটা উন্নতি হলেও সমস্যা পুরোপুরি সমাধান হয়নি।
গৌরনদী পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা রিফাত আরা মৌরী বলেন, কিছু ড্রেন ইতিমধ্যেই নির্মাণ হয়েছে। আরও ড্রেন নির্মাণের প্রস্তাবনা রয়েছে। পানি জমে যেসব স্থানে সমস্যা, সেখানে প্রকৌশলী পাঠিয়ে দ্রুত সমাধান করা হবে।
বাংলাদেশ সময়: ১৮:০১:২০ ● ৯৫ বার পঠিত