সোমবার ● ১৫ সেপ্টেম্বর ২০২৫

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে ক্যান্সার বিষয়ক সেমিনার

হোম পেজ » রাজশাহী » চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে ক্যান্সার বিষয়ক সেমিনার
সোমবার ● ১৫ সেপ্টেম্বর ২০২৫


চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে ক্যান্সার বিষয়ক সেমিনার

সাগরকন্যা প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে ক্যান্সার প্রতিরোধ ও সচেতনতা বাড়াতে সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৫ সেপ্টেম্বর) ভোলাহাট উপজেলার পল্লীমঙ্গল ইন্সটিটিউট অফ সাইন্স অ্যান্ড টেকনোলজি কলেজ মিলনায়তনে এ আয়োজন করা হয়।

ইউনেস্কোর সহযোগিতায় সেমিনারটি আয়োজন করে ডাইসিন গ্রুপ। গ্রুপের চেয়ারম্যান আলহাজ্ব মো. মিজানুর রহমানের সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠানে বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং ও বায়োটেকনোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. মুশতাক ইবনে আইয়ুব, প্রফেসর ডা. সাবিনা ইয়াসমিন ও প্রভাষক কানিজ ফাতেমা।

বক্তারা বলেন, ক্যান্সার ভীতিকর রোগ নয়। সচেতনতা ও প্রাথমিক পর্যায়ে ব্যবস্থা নিলে দ্রুত প্রতিরোধ করা সম্ভব। তারা ব্রেস্ট ক্যান্সারসহ বিভিন্ন ধরনের ক্যান্সার প্রতিরোধে জনসচেতনতা গড়ে তোলার ওপর গুরুত্ব দেন।

সেমিনারে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের কয়েকশ শিক্ষার্থী, শিক্ষক এবং ডাইসিন গ্রুপের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৩:০৬:৩৩ ● ৮০ বার পঠিত