
সোমবার ● ১৫ সেপ্টেম্বর ২০২৫
বামনায় বেগম ফায়জুন্নেসা কলেজে ওরিয়েন্টেশন ক্লাস
হোম পেজ » বরগুনা » বামনায় বেগম ফায়জুন্নেসা কলেজে ওরিয়েন্টেশন ক্লাসসাগরকন্যা প্রতিবেদক, বামনা (বরগুনা)
বরগুনার বামনা বেগম ফায়জুন্নেসা মহিলা ডিগ্রী কলেজে ২০২৫-২৬ শিক্ষা বর্ষের একাদশ শ্রেণির শিক্ষার্থীদের আজ (১৫ সেপ্টেম্বর) ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত হয়েছে।
ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ হাবিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন সহকারী অধ্যাপক গৌতম চন্দ্র সরকার, মমতাজ বেগম, মোঃ হাফিজুর রহমান, মোঃ হোসেন আলী খান এবং মোঃ আব্দুল কুদ্দুছ।
প্রভাষক মোঃ তরিকুল ইসলাম, ফারজানা আকতার, মোঃ কামাল হোসাইন ও মোঃ রুবেলও বক্তব্য দেন। শিক্ষার্থী প্রতিনিধি হিসেবে বক্তব্য রাখেন সৈয়দা আশামনি, রেজওয়ানা ও মীম।
ওরিয়েন্টেশনে কলেজের নিয়ম-নীতি, শ্রেণিকক্ষের সময়সূচি এবং শিক্ষাজীবনের দায়বদ্ধতা নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করা হয়। অনুষ্ঠান শেষে শিক্ষার্থীরা প্রশ্নও করেন। কলেজের অন্যান্য শিক্ষক ও শিক্ষার্থীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ১৩:৪৪:২৫ ● ৮৭ বার পঠিত