
রবিবার ● ১৪ সেপ্টেম্বর ২০২৫
গৌরনদীতে প্রশাসনের হস্তক্ষেপে ২০ পরিবার অবরুদ্ধতা থেকে মুক্ত
হোম পেজ » বরিশাল » গৌরনদীতে প্রশাসনের হস্তক্ষেপে ২০ পরিবার অবরুদ্ধতা থেকে মুক্তসাগরকন্যা প্রতিবেদক, গৌরনদী (বরিশাল)
বরিশালের গৌরনদীতে প্রশাসনের হস্তক্ষেপে ২০টি পরিবারের চলাচলের একমাত্র রাস্তা উন্মুক্ত করা হয়েছে। ফলে দীর্ঘদিন অবরুদ্ধ হয়ে থাকা পরিবারগুলো দখলমুক্ত হয়ে স্বস্তি প্রকাশ করেছেন।
রবিবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক রিফাত আরা মৌরির নির্দেশে ঘটনাস্থল পরিদর্শনে যান উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মেহেদী হাসান। তিনি জনসাধারণের পথ বন্ধ করে অনুমতি ছাড়া নির্মিত পাকা দেয়াল শ্রমিক দিয়ে ভেঙে দিয়ে চলাচলের রাস্তা উন্মুক্ত রাখার নির্দেশ দেন।
স্থানীয় বাসিন্দা মিজানুর রহমান, মাওলানা নুরুজ্জামান ও দেলোয়ার হোসেন জানান, প্রায় ২০টি পরিবারের একমাত্র রাস্তাটি তারা নিজেরা অর্থায়নে বহুবার মেরামত করেছেন। সম্প্রতি পৌরসভা রাস্তাটি সংস্কার করতে চাইলে প্রবাসী কামাল সরদার বাধা দেন। এরপর তিনি নিজের ক্রয় করা সম্পত্তি দাবি করে ওই রাস্তায় পাকা দেয়াল নির্মাণ করেন।
এতে ২০টি পরিবারের সদস্যরা অবরুদ্ধ হয়ে পড়েন। পরে বিষয়টি প্রশাসনের নজরে আসলে দেয়াল ভেঙে পথ খুলে দেওয়া হয়।
অভিযুক্ত প্রবাসী কামাল সরদার বলেন, ২০১১ সালে ক্রয় করা ২০ শতক জমির মধ্যে একটি রাস্তার জন্য ইতোমধ্যে এক শতক জমি দিয়েছেন। তবে বাকি দুইটি রাস্তার জন্য জমি না দেওয়ায় স্থানীয়রা একাধিকবার তার নির্মিত দেয়াল ভেঙেছেন। তিনি আরও দাবি করেন, পুনরায় দেয়াল নির্মাণ করলে প্রশাসন আবারও তা ভেঙে দিয়েছে।
বাংলাদেশ সময়: ১৮:০২:৫৩ ● ১১৯ বার পঠিত