
রবিবার ● ১৪ সেপ্টেম্বর ২০২৫
ইন্দুরকানীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ব্যবসায়ীর মৃত্যু
হোম পেজ » পিরোজপুর » ইন্দুরকানীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ব্যবসায়ীর মৃত্যুসাগরকন্যা প্রতিবেদক, ইন্দুরকানী (পিরোজপুর)
পিরোজপুরের ইন্দুরকানীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। শনিবার (১৩ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে উপজেলার বালিপাড়া বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যবসায়ী আব্দুল বারেক শেখ (৪৮) মৃত হাতেম আলী শেখের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে বাজারে ব্যবসা করছিলেন।
স্থানীয়রা জানান, বারেক শেখ নিজ দোকানে ফ্রিজ পরিস্কার করার সময় হঠাৎ শট সার্কিট থেকে বিদ্যুতায়িত হন এবং ঘটনাস্থলেই তিনি মারা যান।
ইন্দুরকানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মারুফ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা হয়েছে।
বাংলাদেশ সময়: ২:৪৭:১৮ ● ১০২ বার পঠিত