রবিবার ● ১৪ সেপ্টেম্বর ২০২৫

দুমকিতে বিএমজিটিএ’র নতুন কমিটি গঠন

হোম পেজ » পটুয়াখালী » দুমকিতে বিএমজিটিএ’র নতুন কমিটি গঠন
রবিবার ● ১৪ সেপ্টেম্বর ২০২৫


সভাপতি মো. আমির হোসেন হাওলাদার ও সাধারণ সম্পাদক প্রভাষক মো. শহিদুজ্জামান।

সাগরকন্যা প্রতিবেদক, দুমকি (পটুয়াখালী)

পটুয়াখালীর দুমকি উপজেলায় বাংলাদেশ মাদ্রাসা জেনারেল টিচার্স এসোসিয়েশন (বিএমজিটিএ) এর নতুন কমিটি গঠন করা হয়েছে। শনিবার (১৩ সেপ্টেম্বর) সকাল ১১টায় স্থানীয় অফিসে আয়োজিত আলোচনা সভায় এ কমিটি গঠন হয়। সভাপতিত্ব করেন মো. জহিরুল ইসলাম।

নতুন কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন চরগরবদী ইসলামিয়া দাখিল মাদ্রাসার সিনিয়র শিক্ষক মো. আমির হোসেন হাওলাদার। সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন সালামপুর আমিনিয়া কামিল মাদ্রাসার প্রভাষক মো. শহিদুজ্জামান।

আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন পটুয়াখালী জেলা বিএমজিটিএ’র আহ্বায়ক মো. সাজেদুল ইসলাম (বাহাদুর)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএমজিটিএ’র সদস্য সচিব মো. জসীম উদ্দিন, যুগ্ম আহ্বায়ক মো. মাসুদ পারভেজ, সদর উপজেলা বিএমজিটিএ সভাপতি মো. অহিদুল ইসলাম ও সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন। এছাড়া পাংগাশিয়া কামিল মাদ্রাসার প্রভাষক মো. ওয়াহিদ সরোয়ার ও মো. মাহবুব আলমও উপস্থিত ছিলেন।

সভায় সর্বসম্মতিতে ১৩ সদস্যবিশিষ্ট আংশিক কমিটি ঘোষণা করা হয়। পরে মোট ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন হবে বলে জানানো হয়।

বাংলাদেশ সময়: ৮:২৭:১৬ ● ১৫০ বার পঠিত