শুক্রবার ● ১২ সেপ্টেম্বর ২০২৫

বাগেরহাটে ডক্টর শেখ ফরিদুল ইসলামের সমাবেশে ঐক্যের আহ্বান

হোম পেজ » খুলনা » বাগেরহাটে ডক্টর শেখ ফরিদুল ইসলামের সমাবেশে ঐক্যের আহ্বান
শুক্রবার ● ১২ সেপ্টেম্বর ২০২৫


বাগেরহাটে ডক্টর শেখ ফরিদুল ইসলামের সমাবেশে ঐক্যের আহ্বান

সাগরকন্যা প্রতিবেদক, বাগেরহাট

বাগেরহাটের রামপালে বিশাল সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম। তিনি বলেন, অদৃশ্য এক শক্তি ঐক্যবদ্ধ হয়ে বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। তাই ভুল বুঝাবুঝি ভুলে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। সাধারণ মানুষের প্রত্যাশা পূরণের রাজনীতি করতে হবে।

ডক্টর শেখ ফরিদুল ইসলাম জনগণের কাছে গিয়ে তাদের সেবা করার আহ্বান জানান। তিনি বলেন, দলের নাম ভাঙিয়ে কেউ অপকর্ম করলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। প্রবীণ নেতা ও বয়োজ্যেষ্ঠদের পরামর্শকে সম্মান করতে হবে।

লন্ডন সফর শেষে শুক্রবার নিজ এলাকায় ফেরায় তার স্বাগত ও সংবর্ধনা সমাবেশ করা হয়। রামপাল-মোংলার বিএনপির নেতা-কর্মীরা প্রায় ১ হাজার গাড়ীর বহর নিয়ে তাকে বাগেরহাট কাটাখালী-নওয়াপাড়া মোড় থেকে সমাবেশ স্থলে পৌঁছে দেন। বিকেল সাড়ে ৫টায় রামপাল খেয়াঘাট সংলগ্ন মাঠে ফুলেল সংবর্ধনা দেওয়া হয়।

সমাবেশে উপস্থিত ছিলেন রামপাল উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক মোস্তফা কামাল পাটোয়ারী, সাবেক সদস্য সচিব কাজী জাহিদুল ইসলাম, মোংলা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু হোসেন পনি, সাংগঠনিক সম্পাদক শাকির হোসেন এবং রামপাল উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মাসুদুর রহমান পিয়াল।

বাংলাদেশ সময়: ২০:৩৪:৩৫ ● ৮৪ বার পঠিত