
শুক্রবার ● ১২ সেপ্টেম্বর ২০২৫
দুমকিতে উপজেলা ছাত্রদলের আহবায়ককে বহিস্কার
হোম পেজ » পটুয়াখালী » দুমকিতে উপজেলা ছাত্রদলের আহবায়ককে বহিস্কারসাগরকন্যা প্রতিবেদক, দুমকি (পটুয়াখালী)
পটুয়াখালীর দুমকি উপজেলা ছাত্রদলের আহবায়ক চাকলাদার গোলাম সরোয়ারকে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের কারণে দলের প্রাথমিক সদস্যপদ থেকে চুড়ান্ত ভাবে বহিস্কার করা হয়েছে।
শুক্রবার (১২ সেপ্টেম্বর) জেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক মো. হারুন রশীদ স্বাক্ষরিত এক চিঠিতে তাকে (চাকলাদার গোলাম সরোয়ার) দলীয় শৃঙ্খলা ভঙ্গের সুনির্ষ্টি অভিযোগের ভিত্তিতে প্রাথমিক সদস্যপদ থেকে চুড়ান্ত ভাবে বহিস্কার করা হয় ।
এর আগে গত ২৯ আগস্ট জেলা ছাত্রদল একই অভিযোগে ২৪ঘন্টা সময় দিয়ে জেলা ছাত্রদলের আহবায়ক মো. মেহেদী হাসান শামীম চৌধুরী ও সাধারণ সম্পাদক মো. জাকারিয়ার নির্দেশে এ শোকজ করা হয়।
উল্লেখ্য, সম্প্রতি মুরাদিয়া আজিজ আহমেদ ডিগ্রি কলেজ ছাত্রদলের বিতর্কিত কমিটি গঠন ও ৪ নেতার পদত্যাগের ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সমালোচনা হয়। ওই কমিটি গঠনে গোলাম সরোয়ারের অযাচিত হস্তক্ষেপ ছিল এবং তার প্রত্যক্ষ মদদে পদবঞ্চিতরা আজিজ আহম্মেদ ডিগ্রি কলেজে হামলা ভাংচুর চালানোর অভিযোগ ওঠে।
এমআর
বাংলাদেশ সময়: ২০:৪২:৫৫ ● ১০৫ বার পঠিত