শুক্রবার ● ১২ সেপ্টেম্বর ২০২৫

পায়রা নদীতে গোসল করতে নেমে স্কুলছাত্রের মৃত্যু ‎

হোম পেজ » পটুয়াখালী » পায়রা নদীতে গোসল করতে নেমে স্কুলছাত্রের মৃত্যু ‎
শুক্রবার ● ১২ সেপ্টেম্বর ২০২৫


মির্জাগঞ্জে পায়রা নদীতে গোসল করতে নেমে স্কুলছাত্রের মৃত্যু  ‎

সাগরকন্যা প্রতিবেদক, মির্জাগঞ্জ(পটুয়াখালী)

‎পটুয়াখালীর মির্জাগঞ্জে পায়রা নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে স্কুল শিক্ষার্থী আলিফ আকন (১০) নামে একটি শিশুর মৃত্যু হয়েছে।  শুক্রবার (১২ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার ইউনিয়নের পিঁপড়াখালী গ্রামে এ ঘটনা ঘটে। সে পিঁপড়াখালী গ্রামের মোঃ দুলাল আকনের পুত্র।
‎ আলিফ মির্জাগঞ্জ ইউনিয়নের ভাজনা কদমতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী।
মির্জাগঞ্জ ইউনিয়নের স্থানীয় ইউপি সদস্য মোঃ জুয়েল হাওলাদার বিষয়টি নিশ্চিত করেছেন।
‎স্থানীয় সূত্রে জানা যায়, আলিফ আকন শুক্রবার (১২ সেপ্টেম্বর) দুপুরে কয়েকজন বন্ধু মিলে পায়রা নদীতে গোসল করতে নামে। কিছু সময় পায়ের জুতা নদীতে ভাসতে দেখে তা তুলতে গিয়ে স্রোতের টানে ডুবে যায় সে। পরে অনেক খোঁজাখুজিঁর পর প্রায় আধা ঘন্টা পর স্থানীয়রা আলিফকে মৃত অবস্থায় উদ্ধার করে।

 

ইউজি/এমআর

বাংলাদেশ সময়: ২০:৩৪:৪০ ● ৮৫ বার পঠিত