শুক্রবার ● ১২ সেপ্টেম্বর ২০২৫

তালতলীতে পিকনিকে মাংসের টুকরায় ‘আল্লাহ’ লেখা!

হোম পেজ » বরগুনা » তালতলীতে পিকনিকে মাংসের টুকরায় ‘আল্লাহ’ লেখা!
শুক্রবার ● ১২ সেপ্টেম্বর ২০২৫


তালতলীতে পিকনিকের মাংসের টুকরায় আল্লাহ লেখা!

সাগরকন্যা প্রতিবেদক, আমতলী (বরগুনা)

বরগুনার তালতলী উপজেলার প্রতিবন্ধী সমিতির আয়োজিত পিকনিক ও সাংস্কৃতিক অনুষ্ঠানে খাবারের সময় আল্লাহ লেখা মাংসের টুকরোয় পাওয়া গেছে। এ খবর এলাকায় ছড়িয়ে পরছে দেখতে মানুষের ভীর জমেছে। ঘটনা ঘটেছে শুক্রবার উপজেলার ছাতনপাড়া এলাকায়।
জাগেছে, তালতলী উপজেলা প্রতিবন্ধী সমিতির উদ‌্যােগে শুক্রবার পিকনিক ও সাংস্কৃতিক অনুষ্ঠানের অয়োজন করে। পিকনিকে উপজেলার শতাধিক প্রতিবন্ধী ও তাদের পরিবার অংশ নেন। ওইদিন দুপুরের প্রতিবন্ধিদের খাবারের সময় বিরল ও বিস্ময়কর লেখা মাংসের টুকরা পাওয়া যায়। এ দেখে যথারীতি এলাকায় হইচই পড়ে যায়। পরে স্থানীয়র এক ইমাম মাংশের টুকরোর আরবী হরফে আল্লাহ লেখা নিশ্চিত করেছেন।
সাংবাদিক হাইরাজ মাঝি বলেন, আয়োজক কমিটির আহবানে অনুষ্ঠানে এসেছি। দুপুরে খাওয়ার সময় আমার প্লেটের মাংশের টুকরায় আল্লাহ লেখা লেখতে পাই।  এমন ঘটনা আমার প্রতি আল্লাহর অকৃত্রিম ভালোবাসা।
তালতলী মদিনা মসজিদের ইমাম ও খতিব মুফতি ইসমাইল বিন হোসাইন বলেন, মাংসের টুকরোয় আল্লাহ লেখা স্পষ্ট দেখা যায়। এটি অত্যন্ত বিস্ময়কর ও আশ্চর্যজনক।
উপজেলা প্রতিবন্ধী সমিতির সভাপতি রফিকুল ইসলাম মুন্সী বলেন, আমি একজন প্রতিবন্ধী। প্রতিবন্ধীদের কষ্ট আমি ভালোভাবে বুঝি। পরিবারের কেউ যদি প্রতিবন্ধী থাকে, তাকে সমাজে দেখানো হয় না। বছরের একবারও অনেক প্রতিবন্ধী ভালো-মন্দ খাবার পায় না। তাদের জন্যই পিকনিক ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছি। আজকের ঘটনায় মাংসের টুকরায় আল্লাহ লেখা দেখে আমার কলিজা ভরে গেছে। এটি আমাদের জন্য আল্লাহর রহমত।
রফিকুল ইসলাম মুন্সী আরও বলেন, আমার স্বপ্ন হলো, আমার অর্থায়নে প্রতিবন্ধী শিশুদের জন্য একটি স্কুল নির্মাণ করা। বয়স্ক প্রতিবন্ধীদের স্বাবলম্বী করে তোলা। আমি চাই সকল প্রতিবন্ধী সমাজে মাথা উঁচু করে বাঁচুক। সেই চিন্তা থেকেই আজকের এই আয়োজন।

 

এমএইচকে/এমআর

বাংলাদেশ সময়: ১৯:২৬:২০ ● ২২৩ বার পঠিত