শুক্রবার ● ১২ সেপ্টেম্বর ২০২৫

জিম্মি ৯ জেলে উদ্ধার সুন্দরবনে অস্ত্র গোলাবারুদসহ দুই ডাকাত আটক

হোম পেজ » খুলনা » জিম্মি ৯ জেলে উদ্ধার সুন্দরবনে অস্ত্র গোলাবারুদসহ দুই ডাকাত আটক
শুক্রবার ● ১২ সেপ্টেম্বর ২০২৫


সুন্দরবনে অস্ত্র গোলাবারুদসহ দুই ডাকাত আটক

সাগরকন্যা প্রতিবেদক, বাগেরহাট

সুন্দরবনের দুর্ধর্ষ ডাকাত রাঙ্গা বাহিনীর দুই সহযোগীকে অস্ত্র ও গোলাবারুদসহ আটক করেছে কোস্ট গার্ড। এ সময় তাদের কবল থেকে জিম্মি থাকা নয় জেলেকে উদ্ধার করা হয়েছে। শুক্রবার (১২ সেপ্টেম্বর) সকালে কোস্ট গার্ড বিসিজিএস স্বাধীন বাংলার নির্বাহী কর্মকর্তা লেফটেন্যান্ট মো. তানভীর উদ্দিন প্রান্ত প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, রাঙ্গা বাহিনীর সদস্যরা সুন্দরবনের আদাছগি এলাকায় জেলেদের জিম্মি করে রেখেছে। এর ভিত্তিতে ভোর ৫টায় কোস্ট গার্ড বেইস মোংলার একটি বিশেষ দল অভিযান চালায়। কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা পালানোর চেষ্টা করলে ধাওয়া করে দুই সহযোগীকে আটক করা হয়। এ সময় দুটি একনলা বন্দুক, দুটি তাজা কার্তুজ, আট রাউন্ড ফাঁকা কার্তুজ, তিনটি দেশীয় অস্ত্র তৈরির সরঞ্জাম এবং একটি দেশীয় অস্ত্র জব্দ করা হয়।

অভিযানে জিম্মি থাকা নয় জেলেকে উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত জেলেরা জানান, গত ৩ সেপ্টেম্বর মাছ ও কাঁকড়া ধরতে সুন্দরবনে প্রবেশ করলে বৃহস্পতিবার রাতে রাঙ্গা বাহিনী তাদের আটক করে মুক্তিপণ দাবি করে। উদ্ধার হওয়া সবাই খুলনার দাকোপ উপজেলার বাসিন্দা।

আটক হওয়া ডাকাত সহযোগী নাসির মোল্লা (৩১) ও মিন্টু সরদার (৪০) বাগেরহাট ও খুলনা জেলার বাসিন্দা। তারা দীর্ঘদিন ধরে রাঙ্গা বাহিনীর হয়ে ডাকাতি ও অস্ত্র-রসদ সরবরাহে সহযোগিতা করছিল।

উদ্ধার হওয়া জেলে, আটক ডাকাত এবং জব্দকৃত অস্ত্রের বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

লেফটেন্যান্ট তানভীর উদ্দিন প্রান্ত আরও বলেন, সুন্দরবনকে দস্যুমুক্ত রাখতে কোস্ট গার্ডের অভিযান অব্যাহত থাকবে।

বাংলাদেশ সময়: ১২:১৫:৩৪ ● ১০৩ বার পঠিত