
শুক্রবার ● ১২ সেপ্টেম্বর ২০২৫
বরগুনায় গলা কেটে হত্যা, ছিনতাইকৃত অটোরিকশাসহ গ্রেফতার ২
হোম পেজ » বরগুনা » বরগুনায় গলা কেটে হত্যা, ছিনতাইকৃত অটোরিকশাসহ গ্রেফতার ২সাগরকন্যা প্রতিবেদক, বরগুনা
বরগুনার বামনার পশ্চিম বলইবুনিয়ায় অটোরিকশা চালক মো. আজিজুল সিকদারকে গলা কেটে হত্যা করে অটোরিকশা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। ঘটনার মাত্র ছয় ঘণ্টার মধ্যে অটোরিকশা উদ্ধারসহ দুই সন্দেহভাজন খুনিকে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে পশ্চিম বলইবুনিয়া ঈদগাহ সংলগ্ন এলাকায় এ হত্যাকাণ্ড ঘটে। নিহত আজিজুল (২৮) বড় তালেশ্বর গ্রামের ফারুক সিকদারের ছেলে। তিনি পেশায় একজন অটোরিকশা চালক ছিলেন।
পুলিশ জানায়, রাত ৮টার দিকে অজ্ঞাতনামা ৩-৪ জন যাত্রী নিয়ে বের হন আজিজুল। যাত্রীরা তাকে ঈদগাহ সংলগ্ন কার্পেটিং সড়কে নিয়ে গিয়ে গলার দু’পাশে ধারালো অস্ত্র দিয়ে জবাই করে হত্যা করে। এরপর মরদেহ পাশের ডোবায় ফেলে দিয়ে অটোরিকশাসহ পালিয়ে যায় তারা।
পরে স্থানীয় মো. বাদল সড়কে রক্ত দেখতে পান। তার ডাক-চিৎকারে এলাকাবাসী জড়ো হয়ে ডোবায় মরদেহ শনাক্ত করে পুলিশে খবর দেয়। খবর পেয়ে বামনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হারুন অর রশিদ হাওলাদার ও এসআই নজরুল ইসলামের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে থানায় নেয়।
ঘটনার পরপরই পুলিশ অভিযান চালায়। ওসি হারুন অর রশিদের নেতৃত্বে টিম রাতেই পিরোজপুরের ভাণ্ডারিয়া এলাকা থেকে ছিনতাইকৃত অটোরিকশাসহ দুই সন্দেহভাজন আসামিকে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃতরা হলো হৃদয় (২০) ও সাইফুল (৩৫), এদের বাড়ি একই উপজেলার বলইবুনিয়া ইউনিয়নে বলে জানিয়েছে পুলিশ।
শুক্রবার সকালে নিহতের লাশ ময়নাতদন্তের জন্য বরগুনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। গ্রেফতারকৃতদের আদালতে সোপর্দের পাশাপাশি হত্যাকাণ্ডে জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। এ ঘটনায় বামনা থানায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ।
বাংলাদেশ সময়: ৬:২২:২৪ ● ১১০ বার পঠিত