
বৃহস্পতিবার ● ১১ সেপ্টেম্বর ২০২৫
‘সুষ্ঠু নির্বাচনের জন্য আমাদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে’
হোম পেজ » পটুয়াখালী » ‘সুষ্ঠু নির্বাচনের জন্য আমাদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে’সাগরকন্যা প্রতিবেদক, দুমকি (পটুয়াখালী)
বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক স্বরাষ্ট্র ও বানিজ্য মন্ত্রী এয়ার ভাইস মার্শাল(অব:) আলতাফ হোসেন চৌধুরী বলেছেন, আগামী নির্বাচন সুষ্ঠু করার জন্য বিএনপির নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তিনি বলেন, শেখ হাসিনা পালিয়ে গেছে, কিন্তু তার পেতাত্মারা এখনো ইন্ডিয়া থেকে বাংলাদেশের নির্বাচন বানচালের চেষ্টা করছে।
তিনি আরও বলেন, জিয়াউর রহমানের আদর্শ বুকে ধারণ করে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নির্দেশনা মোতাবেক কাজ করতে হবে।
বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) দুমকি উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় সাবেক যুগ্ম আহবায়ক মোঃ জসিম উদ্দিন হাওলাদারের সভাপতিত্বে ও সাবেক যুগ্ম আহবায়ক মোঃ মতিউর রহমান দিপুর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তৃতা দেন তিনি।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী জেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ মাকসুদ আহমেদ বায়েজিদ পান্না, জাতীয়তাবাদী সেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সহ সাধারণ সম্পাদক মোঃ মজিবুর রহমান, মহিলা বিষয়ক সম্পাদিকা মোঃ নাজু আপা প্রমুখ। এছাড়া জেলা ও উপজেলা ছাত্রদল, যুবদল ও কৃষক দলের নেতৃবৃন্দ এবং স্থানীয় বিএনপি নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এছাড়া সাবেক মন্ত্রী সকাল ১০টায় দুমকি নাসিমা কেরামত আলী বালিকা মাধ্যমিক বিদ্যালয় ও দুমকি আপতুন নেছা খাতুন মাধ্যমিক বিদ্যালয় পরিদর্শন করেন। বিদ্যালয়ের প্রধান শিক্ষকরা সুবিধা-অসুবিধার বিষয়গুলো অবহিত করলে তিনি সমস্যার সমাধানে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।
বাংলাদেশ সময়: ২০:০৪:২৮ ● ১১২ বার পঠিত