
বৃহস্পতিবার ● ১১ সেপ্টেম্বর ২০২৫
ঢাকায় সুফি দার্শনিক খাজা ওসমান ফারুকীর জন্মদিনে স্মরণীয় অনুষ্ঠান
হোম পেজ » অন্যান্য » ঢাকায় সুফি দার্শনিক খাজা ওসমান ফারুকীর জন্মদিনে স্মরণীয় অনুষ্ঠানসাগরকন্যা ঢাকা অফিস
ঢাকার সুফি সেন্টারে গতকাল বিকাল ৪টা থেকে রাত ১০টা পর্যন্ত সুফি দার্শনিক ও সুফি স্পিরিচুয়াল ফাউন্ডেশনের চেয়ারম্যান খাজা ওসমান ফারুকী (খাজাজী হযরত)-এর জন্মদিন উপলক্ষে একটি মহব্বতপূর্ণ ও স্মরণীয় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অসংখ্য ভক্ত-অনুসারী, আলেম-ওলামা, সাংবাদিক, গবেষক এবং সুফি মেডিটেশন শিক্ষার্থীবৃন্দ। বিশেষভাবে উদ্বোধন করা হয় তাঁর বহুল প্রতীক্ষিত গ্রন্থ “আত্মার নকশা”। বইটিতে সুফি দর্শন, আধুনিক বিজ্ঞান ও আধ্যাত্মিক সাধনার সমন্বয় তুলে ধরা হয়েছে, যা নতুন প্রজন্মের জন্য পথপ্রদর্শক হিসেবে কাজ করবে বলে উপস্থিতরা মন্তব্য করেন।
দেশের বিভিন্ন জাতীয় ও স্থানীয় পত্রিকার সাংবাদিকেরা জন্মদিন উপলক্ষে বিশেষ নিবন্ধ প্রকাশ করেছেন, যেখানে খাজাজী হযরতের আধ্যাত্মিক অবদান, সুফি দর্শন এবং মানবকল্যাণে নিরলস প্রচেষ্টা তুলে ধরা হয়েছে। এছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যমেও অসংখ্য অনুসারী ও শুভানুধ্যায়ী শুভেচ্ছা ও কৃতজ্ঞতার বার্তায় অংশ নিয়েছেন।
সুফি সেন্টার ও সুফি স্পিরিচুয়াল ফাউন্ডেশন পক্ষ থেকে সকলকে ধন্যবাদ জানানো হয়েছে-যারা সরাসরি উপস্থিত থেকে অনুষ্ঠানকে সফল করেছেন, কলমের মাধ্যমে খাজাজী হযরত-এর দর্শন তুলে ধরেছেন এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে ভালোবাসা ও শুভকামনা জানিয়েছেন।
ফাউন্ডেশন উল্লেখ করেছে, জন্মদিন উদ্যাপন কেবল আনন্দের অনুষ্ঠান নয়; এটি আধ্যাত্মিক চেতনা, মানবিক মূল্যবোধ এবং নূরের পথে সম্মিলিত অঙ্গীকারের প্রতীক।
বাংলাদেশ সময়: ১০:০৮:৫৮ ● ৯৯ বার পঠিত