
বৃহস্পতিবার ● ১১ সেপ্টেম্বর ২০২৫
বরগুনায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে শিক্ষার্থী নির্যাতনের অভিযোগ
হোম পেজ » বরগুনা » বরগুনায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে শিক্ষার্থী নির্যাতনের অভিযোগসাগরকন্যা প্রতিবেদক, বরগুনা
বরগুনার সদর উপজেলার রোডপাড়া শহীদ স্মৃতি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হায়দার আলীর বিরুদ্ধে পঞ্চম শ্রেণির এক শিক্ষার্থীকে বেত্রাঘাত করার অভিযোগ উঠেছে।
অভিযোগে বলা হয়, বিদ্যালয়ের নোংরা শৌচাগার পরিষ্কার করতে অস্বীকার করায় ১০ সেপ্টেম্বর প্রধান শিক্ষক হায়দার আলী শিক্ষার্থী মারজানাকে বেত দিয়ে প্রহার করেন। এতে তার শরীরের বিভিন্ন স্থানে লাল দাগ পড়ে।
ভুক্তভোগী শিক্ষার্থীর মা মাসুমা বেগম ১১ সেপ্টেম্বর বরগুনা উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত অভিযোগ জমা দেন। তিনি অভিযোগ করেন, প্রধান শিক্ষক শিশু শিক্ষার্থীদের দিয়ে শৌচাগার ও শ্রেণিকক্ষ পরিষ্কার করান।
এ ঘটনায় আজ বিদ্যালয় চত্বরে অভিভাবকরা সমবেত হয়ে প্রতিবাদ জানান। তারা প্রধান শিক্ষকের অপসারণ ও শাস্তির দাবি করেন।
তবে প্রধান শিক্ষক হায়দার আলী অভিযোগ অস্বীকার করে জানান, তিনজন শিক্ষার্থীর মধ্যে বিরোধ মীমাংসা করে দিয়েছেন।
বরগুনা উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, অভিযোগ পেয়েছি। তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে। তদন্ত শেষে ব্যবস্থা নেওয়া হবে।
বাংলাদেশ সময়: ১২:২৬:০৫ ● ১০৫ বার পঠিত