মঙ্গলবার ● ৯ সেপ্টেম্বর ২০২৫

মোংলায় বাড়ী জবরদখল চেষ্টায় হামলা, লুটপাট ও ভাংচুর

হোম পেজ » খুলনা » মোংলায় বাড়ী জবরদখল চেষ্টায় হামলা, লুটপাট ও ভাংচুর
মঙ্গলবার ● ৯ সেপ্টেম্বর ২০২৫



মোংলায় বাড়ী জবরদখল চেষ্টায় হামলা, লুটপাট ও ভাংচুর

সাগরকন্যা প্রতিবেদক, বাগেরহাট

মোংলায় একটি বাড়ীতে জবরদখলের চেষ্টায় হামলা ও লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। ভুক্তভোগীরা থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। পুলিশ তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।

পৌর শহরের মোর্শেদ সড়ক এলাকায় বসবাসকারী মনোয়ারা বেগম দীর্ঘদিন ধরে তার পৈত্তিক জমিতে থাকছেন। কিন্তু শহরের মাদ্রাসা রোডের বুলবুল গং তাদের জমি দখলের চেষ্টা চালিয়ে আসছে। আদালতে মামলাও চলমান রয়েছে।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) দুপুরে বুলবুল ও তার সহযোগী কাওসার, বাচ্চু, নুর ইসলাম ও রবিউলসহ ১২–১৪ জন ব্যক্তি মনোয়ারা বেগমের বাড়ীতে হামলা চালায়। এ সময় ঘর ভাংচুর করা হয় এবং নগদ টাকা, স্বর্ণালংকারসহ প্রায় ৩ লাখ টাকার মালামাল লুট করা হয়।

মনোয়ারা বেগম বলেন, আমাদের পৈত্তিক জমি দীর্ঘদিন ধরে আমাদের। আদালতে মামলা চলমান থাকলেও তারা জমি দখলের চেষ্টা চালাচ্ছে। মঙ্গলবার আমাদের বাড়ীতে হামলা ও লুটপাট চালিয়েছে। আমরা পুলিশের কাছে ন্যায় বিচার চাই।

মোংলা থানার ওসি মোঃ আনিসুর রহমান বলেন, এ সংক্রান্ত লিখিত অভিযোগ পেয়েছি। তদন্তের জন্য এসআই হাদীউজ্জামানকে দায়িত্ব দেওয়া হয়েছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৭:৩৫:১৫ ● ৪৫ বার পঠিত