
সোমবার ● ৮ সেপ্টেম্বর ২০২৫
কুমিল্লা নগরীতে মা ও মেয়ের মরদেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য
হোম পেজ » চট্টগ্রাম » কুমিল্লা নগরীতে মা ও মেয়ের মরদেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্যসাগরকন্যা প্রতিবেদক, কুমিল্লা
কুমিল্লা নগরীর উত্তর কালিয়াজুরী এলাকার নেলী কটেজের দ্বিতীয় তলায় ভাড়া বাসা থেকে মা ও মেয়ের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকালে পুলিশ লাশ দুটি উদ্ধার করে মর্গে পাঠায়।
নিহতরা হলেন আদালতের প্রয়াত হিসাবরক্ষক হাজী নুরুল ইসলামের স্ত্রী ফাতেমা (৫০) ও কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের ছাত্রী সুমাইয়া আফরিন রিন্তি (২২)।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাদের শ্বাসরোধে হত্যা করা হয়েছে। তবে তাদের কখন মৃত্যু হয়েছে-এটি পুলিশ এখনো নিশ্চিত নয়। পুলিশ ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করেছে এবং আশপাশের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করছে।
নিহত রিন্তির মামা মাহফুজুর রহমান জানান, রবিবার রাতে নিহতদের দুই ভাই ঢাকা থেকে বাসায় এসে দরজা খোলা দেখতে পান। ভেতরে ঢুকে মা ও বোনকে নিস্তেজ অবস্থায় পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন।
বাড়ির মালিক আনিছুল ইসলাম রানা বলেন, চার বছর আগে নুরুল ইসলাম তার বাড়ি ভাড়া নেন। তার মৃত্যুর পর স্ত্রী, মেয়ে ও দুই ছেলে সেখানে থাকতেন। পরিবারটি খুব একটা কারও সঙ্গে মিশতেন না। তিনি জানান, সিসিটিভি ফুটেজে দেখা গেছে রবিবার দিনে টুপি ও পাঞ্জাবি পরা এক ব্যক্তি একাধিকবার বাসায় প্রবেশ করেছেন।
কোতোয়ালি মডেল থানার ওসি মহিনুল ইসলাম বলেন, মরদেহ মর্গে পাঠানো হয়েছে। ঘটনাটি হত্যাকাণ্ড বলেই প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। গুরুত্বপূর্ণ আলামত ও সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে।
এই রহস্যজনক হত্যাকাণ্ডে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। দ্রুত অপরাধীদের শনাক্ত করে গ্রেফতারের দাবি জানিয়েছেন স্থানীয়রা।
বাংলাদেশ সময়: ১২:২২:৫৭ ● ৮৪ বার পঠিত